Site icon Trickbd.com

বন্ধ হচ্ছে না অানঅফিসিয়াল মোবাই ফোন – বিটিআরসি

Unnamed

আনঅফিসিয়াল ফোন বাংলাদেশে বন্ধ হয়ে যাওয়া নিয়ে অনেক গুঞ্জন শোনা গেছে।

সবাই এটাই মনে করেছে যে আনঅফিসিয়াল ফোন বাংলাদেশের বন্ধ হয়ে যাবে, এবং আর কেউ ব্যবহার করতে পারবে না।

এখন অনেকে প্রশ্ন করতে পারেন আনঅফিসিয়াল ফোন কি?

আনঅফিসিয়াল ফোন হল সেই সমস্ত ফোন যেগুলো সরকারকে ট্যাক্স না দিয়ে সরাসরি বাইরে থেকে অবৈধভাবে দেশে ঢুকানো হয় এবং সে সমস্ত ফোন গুলো বাংলাদেশে সরকার এর ডেটাবেজে থাকে না। তার জন্য সমস্ত ফোন গুলো থেকে সরকার কোন ট্যাক্স পায়না এর এর জন্য এই ফোনগুলো অবৈধ ফোন ধরা হয়।
কোন ফোন বাংলাদেশ অফিশিয়াল লঞ্চ করতে হলে 50 পার্সেন্ট এর উপরে সরকারকে ট্যাক্স দিতে হয় যার জন্য কোন ফোন যদি বাংলাদেশ অ্যাসেম্বল না হয় ওই ফোনের অফিশিয়াল দাম অনেক বেড়ে যায় আর সেই সমস্ত ফোন যদি আনঅফিসিয়ালি কথা অর্থাৎ ট্যাক্স ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা হয় তাহলে সেই ফলের দাম অনেক কমে যায় এবং গ্রাহকরা অনেক কম দামেই সেই ফোনটি কিনতে পারে।

যেহেতু ঐ সমস্ত ফোন গুলো থেকে সরকারকে ট্যাক্স পায় না তাই ঐ সমস্ত ফোন গুলো সরকার বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয় এবং পরবর্তীতে বাংলাদেশে এটা নিয়ে হৈচৈ শুরু হয়ে যায়, সবাই আনঅফিসিয়াল ফোন কিনতে অনেক ভয় পায় কারন ফোন কিনলে যদি বন্ধ হয়ে যায় তাহলে এত টাকা দিয়ে ফোন কিনে কি লাভ।

এরপর
নতুন করে আরেকটি নিউজ আসে যে,জুন মাসের ১ তারিখ পর্যন্ত যে সমস্ত ফোন গুলো কেনা হবে সেগুলো বন্ধ হবে না।সেগুলো স্বয়ংক্রিয়ভাবে বিটিআরসির ডাটাবেজে চলে যাবে এবং ওই ফোন গুলো বন্ধ হবে না।

তাই যারা আনঅফিসিয়াল ফোন নিয়ে খুব চিন্তায় আছেন তারা তাদের চিন্তা করার কোনো কারণ নেই কারণ আপনার ফোনটি বন্ধ হচ্ছে না।
জুন মাসের পর কি হবে সেটা আমরা জানি না।
তবে আশা করা যায় যে আনঅফিশিয়াল ফোন বন্ধ হবে না।
এই নিউজটি আমি প্রথম আলো থেকে পেয়েছি যেটার লিং আমি নিচে দিলাম।

News Source: Prothom alo