অনেকদিন পরে আজকে একটা পোস্ট করলাম।
বিকাশের অফিশিয়াল ফেসবুক পেইজে ঘোষণা দেওয়া হয়েছে নিজের বিকাশ থেকে নিজের নাম্বারে ২১ টাকা রিচার্জ করলে ২০টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।
Screenshots :
মোবাইল রিচার্জ করতে হবে যে নাম্বারে বিকাশ রয়েছে সেই নাম্বারে।
অফার কারা পাবে : সকল বিকাশ গ্রাহক অফারটি পাবেন শুধুমাত্র একবার।
ক্যাশব্যাক পাওয়া যাবে রিচার্জের পরবর্তী কার্যদিবসের মধ্যে।
সময় : ৫জুন পর্যন্ত
ধন্যবাদ
আমার ওয়েবসাইট ভিজিট করার দাওয়াত রইল :
Educoxbd.com
Tahercoxbd.com
ভাইবার অ্যাপ দিয়ে আনলিমিটেড মিনিট দেওয়া হয়।
এক নাম্বারে যতবার ইচ্ছে দেওয়া যাবে।