Site icon Trickbd.com

Telegram এর যে কোন Channel Subscribe না করেই এর Content পড়তে পারবেন BOT-এর মাধ্যমে

93,123 BEST Black High Tech Background IMAGES, STOCK PHOTOS & VECTORS | Adobe Stock

আজকে যে Telegram BOT Review দিতে যচ্ছি তা হল @junction_bot, এর বিভিন্ন কাজ ও অন্যন্য Details নিচে আলোচনা করা হল।

বর্তমানে অনেকেই Telegram Use করছেন। এই Telegram এর অন্যতম Features হচ্ছে BOT। এর সাহায্যে অনেক জটিল কাজ সহজেই করে ফেলা যায়। ঠিক তেমনই @junction_bot খুবই উপকারী একটা BOT। Telegram-এ বিভিন্ন Channel এ Join না করেই ঐ Channel এর Content Direct Bot এ চলে আসবে।

 

ব্যবহার:- এই BOT এর সাহায্যে আপনার Telegram-এর বিভিন্ন Channel এ Join না করেই ঐ Channel এর Content Direct Bot এই দেখতে পাবেন।

 

? Telegram BOT টি যেভাবে Run করবেন

1. প্রথমে Telegram App এ Search করুন @junction_bot

 

2. Start Click করুন

 

3. আপনার Language Fix করে নিবেন

 

4. Start >> Create a New Forward এ Click করুন

 

 

5. প্রথমত এটি Just 03টা Channel 03 দিন পর্যন্ত সকল Update পাবেন Easily

 

 

6. আপনি Channel এর Username Send করে দিলেই BOT ঐ Channel এর Content Show করা শুরু করবে।

 

 

^-^ এখন Channel এ Join না করেই এর বিভিন্ন Content উপভোগ করতে পারবেন  ^-^

 

 

এই ছিলো BOT এর পরিচয়, আশাকরি আপনার উপকারে আসবে। নতুন কিছু BOT নিয়ে হাজির হব next time।

 

DEXTER
Signing OFF