পিক্সেল ৬ এবং পিক্সেল ৬ প্রো হল 5G Network সম্বলিত Google Phone যা Google নিজেই Desgin করেছে। এই Flagship Smartphoneটিতে রয়েছে টেনসর Chip.
কোয়ালকমের ওপর নির্ভর না হয়ে Google নিজেই নিজেদের Chipset Use করেছে। এর পূর্ববর্তী Model এর তুলনায় এই Model এই Design এর দিক দিয়ে বেশি নজর দেয়া হয়েছে।
SmartPhone Details:-
- এর পেছনে যুক্ত করা হয়েছে কালো ডোরার মত Camera
- পেছনের ক্যামেরায় মূল লেন্সের সঙ্গে আলট্রাওয়াইড লেন্স আছে
- পিক্সেল ৬ Pro তে অতিরিক্ত একটি লেন্স থাকবে যার নাম টেলিফটো
- পিক্সেল ৬ এর Display Size ৬.৪ ইঞ্চি আর ৬ প্রোর ডিসপ্লে ৬.৭ ইঞ্চি
SmartPhoneগুলোর Price Details ও Launch time এখনও Fix করে নি Google.
⚠️ আরও বিস্তারিত জানতে Twitter এর Postটি পড়তে পারেন-
Sincerely;
Maestro (M4357R0)?️
3 thoughts on "আসছে গুগলের নতুন ০২টি Smartphone পিক্সেল ৬ এবং পিক্সেল ৬ প্রো"