অ্যাপল ওয়াচ সিরিজ ৬-এ আছে রক্তে অক্সিজেনের মাত্রা মাপার সুবিধাআধুনিক এই যুগে স্মার্ট ঘড়ির বিক্রি বেড়েছে ৪৭ শতাংশ যা বুঝাচ্ছে Smart Watch এর প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। Smart Watch এর দিক দিয়ে শীর্ষে রয়েছে অ্যাপল ওয়াচ। আর সবচেয়ে বেশি Sell হয়েছে অ্যাপল ওয়াচ সিরিজ৬।

 

Apple Watch Series6 Apple Watch6 GIF - Apple Watch Series6 Apple Watch Se Apple  Watch - Discover & Share GIFs

  • এই বছরেই ১ কোটি ৮০ লাখ স্মার্ট ঘড়ি বিক্রি হয়েছে, যেখানের ৫২ শতাংশ ছিল অ্যাপলের তৈরি Watch। বর্তমানে বাজারের অর্ধেকটা এখনো অ্যাপলের দখলে।
  • Apple Watch 6 Series বহুল আলোচিত এবং পছন্দনীয় হওয়ার কারণ হল Slim Body, Small Screen সহজে ব্যবহারযোগ্যতা ও সুস্বাস্থ্য রক্ষায় দরকারি সব অ্যাপ ইত্যাদি।
  • এই Apple Watch 6 Series এ রক্তে অক্সিজেনের মাত্রা মাপার সুবিধা রয়েছে।

 

Use the Breathe app - Apple Support

তবে Octobar এর শেষের দিকেই অ্যাপল ওয়াচ সিরিজ ৭ Release হওয়ার সম্ভাবনা রয়েছে। সাথে
Iphone 13 ও Launch হবে।

 

সবশেষে এটাই বলব Smart Watch এর দিক দিয়ে Samsungও পিছিয়ে নেই। Samsung Watch এর চাহিদাও রয়েছে তবে Apple এর তুলনায় কম।

 

পরবর্তীতে নতুন Tech news নিয়ে হাজির হব, সাথেই থাকুন

 

Sincerely;

Maestro (M4357R0)?️

Leave a Reply