Site icon Trickbd.com

কম্পিউটারের জন্য প্রথম বাংলা ভয়েস টাইপিং কিবোর্ড তৈরি করলেন রক্তিম আশরাফুল

কম্পিউটারের জন্য প্রথম বাংলা ভয়েস টাইপিং কিবোর্ড “অক্ষর”

কম্পিউটারের জন্য প্রথম বাংলা ভয়েস টাইপিং কিবোর্ড অ্যাপ অক্ষর (Okkhor) তৈরি করলেন রাজশাহীর ছেলে রক্তিম আশরাফুল, যার সাহায্যে আপনি যেকোনো জায়গায় বাংলা ভয়েস টাইপিং করতে পারবেন। কম্পিউটারের যেখানে টাইপ করা প্রয়োজন সেখানে কার্সর রেখে মুখে বললেই টাইপ হয়ে যায় বাংলা অক্ষর।

কে এই রক্তিম আশরাফুল?

রক্তিম আশরাফুল বর্তমানে রাজশাহী পলিটেকনিকের কম্পিউটার ডিপার্টমেন্টের সপ্তম সেমিস্টারে পড়াশোনা করছেন। নিজেকে দক্ষ করেছেন বিভিন্ন প্রোগ্রামিং ল্যাংগুয়েজে এবং এই দক্ষতা ব্যাবহার করে শখের বসে তৈরি করছেন নানা প্রজেক্ট।

Roktim Ashraful achievements

Roktim Ashraful

যেভাবে অক্ষর এপটি ডাউনলোড করবেন

অক্ষর অ্যাপটি ডাউনলোড করার জন্য প্রথমেই চলে যান এই লিংকে=> https://okkhor.roktimashraful.com/

তারপর Download Now বাটনে ক্লিক করার ৫ সেকেন্ডের মধ্যে এপটি ডাউনলোড হতে শুরু করবে

যেভাবে অক্ষর অ্যাপটি ব্যাবহার করবেন

অক্ষর অ্যাপটি কিভাবে ব্যাবহার করবেন এ বিষয়ে Tech Help BD এর ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ টিউটোরিয়াল দেয়া আছে। নিচ থেকে ভিডিওটি দেখে আপনারা এপটি Perfectly ইউজ করতে পারবেন

Voice To Text Bangla Keyboard For PC | Best Voice To Text App | Voice To Text Writer | Okkhor App

পোস্টটি প্রথম প্রকাশিত হয় TechHelpBD.Com  ওয়েবসাইটে 

★★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন তারা নিচের লিংক থেকে দেখে নিনঃ

★★নিয়ে নিন FootStep কাউন্ট করার জন্য সেরা অফলাইন অ্যাপ!?

★★এশিয়ান গেমসে সংযুক্ত করা হচ্ছে পাবজিসহ ৮ টি ই-স্পোর্টসকে অর্থাৎ পাবজি মোবাইল খেলেই বাংলাদেশ অর্জন করতে পারবে স্বর্ণপদক

Exit mobile version