Site icon Trickbd.com

সত্যিই কি আপনার ফেসবুক একাউন্ট টি লক হয়ে যাবে? two-factor authentication কি, কেনো, কিভাবে কাজ করে?

Unnamed

Two factor authentication

সত্যিই কি আপনার ফেসবুক একাউন্ট টি লক হয়ে যাবে?

উত্তরঃ না

আসুন জেনে নেয়া যাক…..

সম্প্রতি ফেসবুকে একটি গুজব ছড়িয়ে পড়ে, তা হলো আগামী ২৮ তারিখের মধ্যে ফেসবুক একাউন্টে two-factor authentication চালু না করলে একাউন্ট টি লক হয়ে যাবে। যা সম্পূর্ণ একটি গুজব। আর এই গুজবের জন্য two-factor authentication চালু করা নিয়ে অনেকেই দুশ্চিন্তায় পরেছেন।

Two-factor Authentication কি ও কেনো ব্যবহার করা হয়? 

Two-factor Authentication (2FA), কখনও কখনও two-step verification ও dual-factor authentication হিসাবে উল্লেখ করা হয়। এটি একটি নিরাপত্তা প্রক্রিয়া। যেখানে ব্যবহারকারীরা নিজেদের যাচাই করার জন্য দুটি ভিন্ন ভিন্ন নিরাপত্তা প্রক্রিয়া সম্পূর্ণ করতে হয়।

Two-factor Authentication  না থাকলে ব্যাবহারকারী একটি পাসওয়ার্ড বা পাসকোড এর মাধ্যমে সম্পূর্ণ অ্যাক্সেস পায়।

Two-factor Authentication পদ্ধতি সুরক্ষার একটি উচ্চ স্তরের উপর নির্ভর করে, যা দুই টি ধাপে সম্পূর্ণ হয়। প্রথম ধাপে ব্যাবহারকারীরা পাসওয়ার্ড বা পাসকোড প্রদান করে এবং দ্বিতীয় ধাপে ব্যবহারকারীর Security Token হিসেবে আঙুলের ছাপ, মুখের স্ক্যান, One time password (OTP) প্রদান করতে হয়।

Two-factor authentication প্রক্রিয়ায় নিরাপত্তার একটি অতিরিক্ত স্তর যোগ করে। আক্রমণকারীদের জন্য কোনও ব্যক্তির ডিভাইস বা অনলাইন অ্যাকাউন্টগুলিতে অ্যাক্সেস নেয়া কঠিন করে তোলে। এমনকি যদি ভুক্তভোগীর পাসওয়ার্ড হ্যাক করা হয়, তবে সম্পূর্ণ অ্যাক্সেস নেয়ার জন্য শুধুমাত্র একটি পাসওয়ার্ড যথেষ্ট নয়।

অধিক নিরাপত্তা এবং ডেটা অ্যাক্সেস নিয়ন্ত্রণ করতে Two-factor authentication দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। অনলাইন পরিষেবা সরবরাহকারীরা ক্রমবর্ধমানভাবে, তাদের ব্যবহারকারীদের প্রমাণপত্রাদি হ্যাকারদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য Two-factor authentication ব্যবহার করে থাকে।

কাদের জন্য Two-factor authentication?

ফেসবুক কতৃপক্ষ কিছু নির্দিষ্ট গুরুত্বপূর্ণ ব্যাবহারকারীদের Two-factor authentication চালু করার জন্য বলেছে। যেমনঃ ফেসবুক সেলিব্রিটি, উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনীতিবিদ আরও অনেক।

আপনার Two-factor authentication চালু করা কতোটা জরুরী?

Two-factor authentication চালু করলে একাউন্ট অনেক বেশি নিরাপদ থাকবে। আবার চালু না করলে যে লক হয়ে যাবে এমনটাও নয়। আপনি যদি মনে করেন যে আপনার একাউন্ট টি হ্যাক হওয়া বা ঝুকিপূর্ণ, তাহলে Two-factor authentication চালু করে রাখতে পারেন।

অত্যন্ত সহজ ভাবে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি। তারপরও না বুঝলে কমেন করে জানাবেন। আশাকরি বোঝাতে পারবো।


বিজ্ঞাপন দেখে দৈনিক শত শত টাকা আয় করুন, ২০ টাকা হলেই উইথড্র । [ পেমেন্ট প্রুফ + সহজে কাজ করার পদ্ধতি ]

এই সাইট টি দীর্ঘদিন ধরে পেমেন্ট করে আসছে। চাইলে চাজ করতে পারেন।