Site icon Trickbd.com

free fire প্লেয়াররা না দেখলে মিস করবেন l bd server এর জন্যে একটা hidden event l বিস্তারিত পোস্টে

Unnamed

হ্যালো ব্রো, স্বাগতম, সবাইকে, আমার আজকের আরেকটা নতুন টিউটোরিয়ালে । আশা করি সবাই খুবই ভালো আছেন। ভালো তো থাকারই কথা, কারন trickbd র সাথে থাকলে সবাই খুব ভালো থাকে । আর ভালো থাকার জন্যই মানুষ ট্রিকবিডিতে আসে।
চলুন শুরু করা যাক।

আমার আজকের এই পোস্টটা হবে free fire এর একটা event নিয়েl অনেকেই হয়তো event বিষয়ে জানেন, পোস্টটা তাদের জন্যে যারা জানেন না l

তো চলুন কথা না বাড়িয়ে আমরা main পোষ্টে চলে যাই।

সবার এই event এর কথা মনে আসে?

bd server launch এর সময়ে দিয়েছিল l কিন্তু মজার বিষয় এইটাই যে এই event টি এখন চালু আছে l
গত 3 মাস আগে আমি আরেকটা পোস্টে আপনাদের বলেছিলাম এই event এর কথা l তবে এর মাঝে হঠাৎ করেই ff ban হওয়ার পরে event টি বন্ধ করে দেয় l but কয়েকদিন আগে ইভেন্ট টি আবার চালু হয়েছে l তাই আবার আপনাদের সাথে শেয়ার করলাম l

এই ইভেন্ট থেকে থেকে আপনি যা যা পেতে পারেন:
1.weapon loot create
2.pet food
3.diamond royyalle voucher
4.gold royalle vowchar
5.armour, bonfire এগুলোর loot create
6. আর যারা আগে এই event করেননি, তারা পাবেন majic cube এবং একটা free bundle
তাহলে দেরি না করে তাড়াতাড়ি নীচের লিঙ্কে চলে যান এবং মিশন fillup করে reward পান l

???[NOTE: লিঙ্ক টা অবশ্যই vpn দিয়ে ঢুকবেন । নাহলে লিঙ্ক কাজ করবে না l]

event link

তো তাহলে আমার আজকের পোষ্ট এই পর্যন্তই।
মানুষ মাত্রেই ভুল হয় , তাই পোষ্টে কোন ভুল থাকলে দয়া করে মাপ করে ‍দিয়েন, আর প্লিজ কমেন্টে লিখে ভুলগুলা শোধরানোর সুযোগ করে ‍দিয়েন।

আর নিত্য নতুন ট্রিক্স এবং free fire সম্পর্কিত যেকোন আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইভ করে সাথেই থাকুন।


আর যেকোন প্রবলেমে ফেসবুকে আমি

তাহলে সবাইকে ট্রিকবিডির সাথে থাকার জন্য আমন্ত্রন জানিয়ে আজকে আমি আমার আজকের পোস্ট এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ।