Site icon Trickbd.com

সম্পূর্ণ বিনামূল্যে রেজিস্ট্রেশন করে অংশগ্রহণ করূন রোবটিক্স ক্যাম্প-২০২১ এ। করতে পারবেন ১১ দিনব্যাপী রোবটিক্স নিয়ে ফ্রি কোর্স। থাকছে আরো অনেক কিছু।

Unnamed

হ্যালো , আসসালামুআলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভাল আছেন। আমি সানাউর আসিফ এবং আজকে কোন টিউটোরিয়াল না, আজকে আমরা একটি ক্যাম্প সম্পর্কে জানবো, যেখানে আমি একজন মেন্টর হিসেবে কাজ করছি। চলুন শুরু করা যাক।

Topic : Robotics Camp – 2021

কোর্সটি ক্লাস সিক্স থেকে সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।
স্কুল, কলেজ ও ইউনিভার্সিটি শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামুল্যে এই কোর্স।
১১দিন ব্যাপি ২২ঘন্টার কোর্সে রয়েছে ২৪টি রোবটিক্স ও অটোমেটিক সিস্টেমের প্রজেক্ট।
কুইজ বিজয়ী সকলের জন্য থাকছে ফেরত শর্ত সাপেক্ষে বিনামুল্যে ল্যাব ইকুইপমেন্ট ও মেটেরিয়ালস।

সম্পূর্ণ কোর্সটি অনলাইন প্লাটফর্ম (Zoom) এর মাধ্যমে করা হবে এবং বিভিন্ন রকম নোটিশ বা অন্য কাজের জন্য What’sAppp ব্যবহার করা হবে।

রেজিস্ট্রেশন ডেডলাইনঃ ডিসেম্বর ০২, ২০২১
সেশন শুরুঃ ডিসেম্বর ০৪, ২০২১

Robotics Camp 2021 – Google Form

রেজিস্ট্রেশন এর নির্দেশনা আর্টিকেল এর নিচের দিকে দেওয়া থাকবে।

এই কোর্স থেকে যা যা শিখতে পারবো :

১. সেন্সর ও লোড পরিচিতি।
২. প্রজেক্ট আইডিয়া ডেভেলপমেন্ট।
৩. হার্ডওয়্যার প্রোগ্রাম লিখন পদ্ধতি।
৪. সেন্সর ও লোড সম্পর্কে বিস্তারিত ও প্র্যাক্টিক্যাল জ্ঞান।
৫. রোবটিক্স ও অটোমেশনের প্রজেক্ট ডেভেলপমেন্ট।

কোর্সে যেসকল প্রজেক্ট শিক্ষার্থীরা নিজ হাতে ডেভেলপ করবেঃ
১. অটো নাইট লাইট।
২. অটো মর্নিং এলার্ম।
৩. লেজার সিকিউরিটি সিস্টেম ।
৪. অটো ফায়ার ইন্ডিকেটর।
৫. অটো ফায়ার সাইরেন।
৬. অটো ফায়ার পাম্প।
৭. অটো সু্নামি এলার্ম।
৮. অটো ওয়াটার লেভেল ইন্ডিকেটর।
৯. অটোমেটিক ফ্লাট এলার্ম।
১০. অটো ইরিগেশন সিস্টেম।
১১. সেইফ কার পার্কিং সিস্টেম।
১২. অবস্টাকল ডিটেক্টর।
১৩. অটো হ্যান্ড সেনিটাইজার।
১৪. অটো ইনডোর ল্যাম্প।
১৫. অটো থিফ ডিটেক্টর।
১৬. ক্ষতিকর প্রাণী থেকে খামার রক্ষাকরণ ডিভাইস।
১৭. মেশিন ওভারহিট ডিটেক্টর।
১৮. টেম্পারেচার কন্ট্রোল্ড ফ্যান।
১৯. ম্যানুয়েলি সুইচ ও বাটনের মাধ্যমে হোম এপ্লাইয়েন্স বা লোড কন্ট্রোলিং।
২০. মোবাইল এপ্লিকেশনের মাধ্যমে হোম এপ্লাইয়েন্স বা লোড কন্ট্রোলিং।
২১. ম্যানুয়েল সুইচের মাধ্যমে রোবট কন্ট্রোলিং।
২২. এন্ড্রয়েড কন্ট্রোল্ড রোবট।
২৩. ফায়ার ফাইটিং রোবট।
২৪. সকার রোবট।

রয়েছে কুইজ প্রতিযোগিতা। যেখানে বিজয়ী হয়ে ফেরত শর্তসাপেক্ষে বিনামূল্যে ল্যাব ইকুইপমেন্ট ও ম্যাটেরিয়ালস নিতে পারবেন প্রাক্টিক্যালি ব্যবহার করার জন্য। তাছাড়া কোর্স শেষে থাকছে একটি সার্টিফিকেট যা দিয়ে পরবর্তীতে স্টেজে যেতে পারবেন আরও অনেক কিছু শিখার জন্য।

যেভাবে রেজিস্ট্রেশন করবেনঃ

প্রথমে নিচে দেওয়া লিঙ্ক থেকে সম্পূর্ণ নির্দেশনা পড়ার পরে গুগল ফর্ম টি ফিল আপ করে নিবেন।

Robotics Camp 2021 – Google Form

এরপর ফর্মে দেওয়া নাম্বারটি তে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা না থাকলে খুলে নেবেন।

সব হয়ে গেল আপনার কাজ শেষ। পরবর্তীতে আপনাকে এসএমএস বা কল বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে বাকি নির্দেশনাগুলো জানিয়ে দেওয়া হবে।

তো , আজকে এই পর্যন্তই ছিল।

কোথাও কোন সমস্যা হলে / অন্য কিছু জানার থাকলে যোগাযোগ করতে পারেন নিচের ঠিকানায়।

যোগাযোগঃ
রোবমেন্ট রিসার্চ & ডেভেলপমেন্ট ল্যাব
শিমুলতলী রোড, বিআইডিসি বাজার, ডুয়েট, গাজীপুর
০১৮৬৬২৪০৭৮৭