Site icon Trickbd.com

Nokia T20 ট্যাবলেটের সেল শুরু, কেন কিনবেন এই ট্যাবলেট, জেনে নিন

Unnamed

Nokia T20 ট্যাবলেটের সেল শুরু, কেন কিনবেন এই ট্যাবলেট, জেনে নিন

এই Nokia T20 ডিভাইস HMD ব্র্যান্ডের প্রথম ট্যাবলেট। আজকাল ওয়ার্ক ফ্রম হোমের যুগে টেক মার্কেটে ট্যাবলেটের বেশ ভালো চাহিদা রয়েছে।

যেহেতু অন্যান্য ব্র্যান্ডও এই একই রেঞ্জের ট্যাবলেট ডিভাইস নিয়ে হাজির হয়েছে ক্রেতাদের জন্য সেই কারণে প্রতিযোগিতায় পাল্লা দিনে এবং কাস্টমারদের পাল্লা দিতে HMD ব্র্যান্ড নিয়ে এসেছে কম দামে বেশি ফিচার ।

HDMI ব্র্যান্ড অক্টোবর মাসের শুরুর দিকে Nokia T20 ট্যাবলেটকে লঞ্চ করেছিল আমেরিকার মার্কেটে।

লঞ্চের কিছুদিনের মধ্যেই এই T20 ডিভাইসকে ভারতের মার্কেটে বিক্রির জন্য হাজির করা হয়েছে।

এই নোকিয়া ট্যাবলেটের পাশাপাশি Realme ব্র্যান্ড বাজেট ফ্রেন্ডলি Realme Pad ডিভাইস লঞ্চ করেছে। সেইসঙ্গে Lenovo ব্র্যান্ডও নিয়ে এসেছে কম দামের Tab K10 ট্যাবলেট।

তবে Nokia T20 ট্যাবলেটের দাম অন্যান্য ব্র্যান্ডের ট্যাবলেটের চাইতে একটু বেশি হলেও, এই ডিভাইস আসছে আরও অ্যাডভান্সড স্পেসিফিকেশনের সাথে।

2K রেজোলিউশনের ডিসপ্লে-

Nokia T20 ট্যাবলেট আসছে 10.4 ইঞ্চি ডিসপ্লের সাথে।

এই ডিভাইস আসছে 2K রেজোলিউশনের সাথে। যার ফলে যে কোনো ভিডিওকে আরও শার্প এবং হভালো কোয়ালিটিতে দেখা যাবে।

হাল্কা স্টোরেজের গেমস খেলার জন্যেও এই ট্যাবলেট পারফেক্ট।

উন্নত ব্যাটারি

যে কোনো ডিভাইসের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হল ব্যাটারি। Nokia T20 ট্যাবলেট আসছে ডুয়েরেবেল ব্যাটারির সাথে।

যেখানে ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে 8,200 mAh । এর ফলে টানা একদিনের বেশি সময় ধরে ব্যাবহার করা যাবে এই ট্যাবলেট।

অ্যান্ড্রয়েড আপডেট-নতুন ফোন বা ট্যাবলেট কেনার সময় যে বিষয়টা সবার আগে ভালো করে দেখতে হবে তা হল ডিভাইসের সফটওয়্যার।

ডিভাইস লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সনে কাজ করছে কিনা তা দেখার পাশাপাশি, পরের আপডেটগুলি নেবার জন্য কম্প্যাটিবেল কিনা তাও দেখে নিতে হবে।

Nokia T20 ট্যাবলেট অ্যান্ড্রয়েড ভার্সনের আপগ্রেডের জন্য দুই বছরের গ্যারান্টি দিয়েছে।

অন্যদিকে সিকিউরিটি আপগ্রেডের জন্য তিন বছরের গ্যারান্টিও দেওয়া হয়েছে।

NOKIA T20 ট্যাবলেটের দাম-Nokia T20 ট্যাবলেটের Wi-Fi অনলি ভার্সনের দাম রয়েছে 15,499 টাকা।

এই ভার্সনে স্টোরেজ স্পেসিফিকেশন রয়েছে 3GB RAM এবং 32GB ইন্টারনাল।

ওয়াই-ফাই অনলি ভ্যারিয়েন্টের 4GB RAM এবং 64GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রয়েছে 16,499 টাকা ।

T20 ট্যাবলেটের টপ-এন্ড Wi-Fi অনলি ভ্যারিয়েন্টের দাম রয়েছে 18, 499 টাকা। এই ট্যাবলেট কেনা যাবে নীল কালার অপশনে।