Site icon Trickbd.com

ইনস্টাগ্রাম থেকে কিভাবে ফেইসবুক অ্যাকাউন্ট রিমুভ করবেন দেখে নিন।

আজ আমি আপনাদের দেখাবো কিভাবে instagram থেকে ফেইসবুক রিমুভ করতে হয়। আমরা কম বেশি সবাই ইনস্টাগ্রাম ব্যবহার করি। আর আমরা ইনস্টাগ্রামের account টাও ফেইসবুক দিয়ে খুলি। দরুণ আপনার ফেইসবুক অ্যাকাউন্টটি সারা জীবনের জন্য ডিলিট করতে হবে। যদি ডিলিট করে দেন তাহলে তো আর ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবেন না মানে ওই অ্যাকাউন্টি ব্যবহার করতে পারেন না।  এমন ও হতে যে ইনস্টাগ্রামে আপনার খুব গুরুত্বপূর্ণ কিছু আছে।  এখন আমাদের কি করার আমরা যদি ইনস্টাগ্রাম থেকে ফেইসবুক অ্যাকাউন্টি রিমুভ করে দেই তাহলে আমাদের সমস্যা সমাধান হয়ে যাবে।

প্রথমে আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করবো তাও আবার ফেইসবুক দিয়ে।

এখন আমরা প্রোফাইলে চলে  যাবো ।

উপরে মেনুতে ক্লিক করবো।

এখন আমরা settings এ চলে যাবো।

এখন আমরা Meta or account center ক্লিক করবো।

এখন account & profile এ ক্লিক করবো।

এখন দেখতে পাচ্ছেন Facebook, Instagram অ্যাকাউন্টে চলে যাবো।

এখন দেখতে পাচ্ছেন দুইটি অ্যাকাউন্ট দেখাচ্ছে আমরা ফেইসবুকের অ্যাকাউন্টি রিমুভ করবো।

Remove from account center ক্লিক করবো।

এখন continue তে ক্লিক করবো।

Remove Abir ………..আমার ফেইসবুক অ্যাকাউন্টির নাম দেখাচ্ছে।

দেখতে পাচ্ছেন আমার ফেইসবুক অ্যাকাউন্টি রিমুভ হয়ে গেছে। আমরা এখন ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবো।

খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনি যেই মেইল ওর নাম্বার দিয়ে ফেইসবুক অ্যাকাউন্ট তৈরি করছেন সেই নাম্বার ওর মেইল ইনস্টাগ্রাম ইমেল হিসাবে কাজ করবে।  আর হ্যাঁ এখন আপনার প্রয়োজন পাসওয়ার্ড forget করা।  কারণ আপনার ইনস্টাগ্রাম তো ফেইসবুক থেকে আলাদা হয়ে গেছে তাই।  ভালো থাকবেন বুঝতে সমস্যা হলে comments করবেন।