আজ আমি দেখাবো কিভাবে termux দিয়ে ইনস্টাগ্রামের একটি অ্যাকাউন্টের সকল ইনফরমেশন দেখে নিবেন । আমরা একটি অ্যাকাউন্ট ডুকলে তেমন কিছু বঝতে পারি না। কিন্তু আপনি যদি termux দিয়ে দেখেন তাহলে
profile ] : Username, Profile Name, URL, Followers, Following, Number of Posts, Bio, Profile Picture URL, Is Business Account ?, Connected to a FB account ?, External URL, Joined Recently ?, Business Category Name, Is private ?, Is Verified ?,
tags : most used , and by -t all used tags
posts : accessability caption, location, timestamp, comments disabled, Caption, picture url এই গুলো দেখতে পারেন। তো বেশি কথা না বলে কাজে চলে আশা যাক।
আমরা এখন termux কে আপডেট করে রাখবো।
pkg update -y
এখন আমরা git package ইনস্টাল করে নিবো।
pkg install git -y
এখন python package ডাউনলোড করবো।
pkg install python -y
এখন আমরা মেইন ফাইলটি ইনস্টাল করবো।
git clone https://github.com/th3unkn0n/osi.ig
ls দিয়ে লিস্ট গুলো দেখবো যে আমার মেইন ফাইলটি ডাউনলোড হয়েছে কিনা । এখন আমরা মেইন ফাইলটি ভিতরে প্রবেশ করবো।
cd osi.ig
মেইন ফাইলটি রান করবো এবং যার প্রোফাইলে চেক করতে চান তার username কপি করে ইন্টার করবেন।
python main.py -u shakibabirhossen
আমরা শুধু এখন প্রোফাইলের details দেখতে পারবো বাকি গুলো দেখার জন্য নিচের কমান্ড অনুযায়ী রান করবো।
1. Get information via Username
• python main.py -u username
2. Scarpe Tags via Username
• python main.py -u username -t
3. Scarpe Post Details via Username
• python main.py -u username -p
4. Save Scraped Data via Username
• python main.py -u username -s
ভালো থাকবেন আল্লাহ্ হাফেজ।