আজ আমি আপনাদের সামনে হাজির হলাম termux banner নিয়ে। termux Banner কি কাস্টমাইজ করতে হয় । আমরা অনেকে termux ব্যবহার করি এবং তাদের মধ্যে কিছু মানুষের মনে মনে এমন চিন্তা হয় যে যদি termux ওপেন করি তাহলে যদি তার নাম বেসে উঠতো কত না ভালো হতো। আজ কি আপনার ইচ্ছে পূর্ণ করার জন্য হাজির হলাম। আপনার বন্ধুকে দিয়ে দিন আপনি ও পারেন নিজের নাম termux এ থাকবে। তোরো বেশি কথা বলছি না চলুন শুরু করা যাক।
প্রথমে আমরা termux এ চলে যাবো।
আমরা termux এর apt update করে নিবো।
apt update -y
এখন আমরা toilet ইনস্টল করবো তা না হলে পরে সমস্যা হতে পারে ।
pkg install toilet
এখন আমরা cowsay ইনস্টল করবো ।
pkg inatall cowsay
এখন আমার মেইন টুলসটি github থেকে ডাউনলোড করবো।
git clone https://github.com/Bhai4You/Termux-Banner
ইনস্টল হলে ls দিয়ে ইন্টার করবো। তারপর মেইন ফাইলটির ভিতরে প্রবেশ করবো।
cd Termux-Banner
এখন আমার requirement কে পারমিশন দিবো তার জন্য লিখবো
chmod +x requirement.sh
এখন আমরা আবার t-ban কে পারমিশন দিবো।
chmod +x t-ban.sh
এখন আমরা requirement এর package টি ইনস্টল করবো।
bash requirement.sh
এখন আমরা মেইন টুলসটি ওপেন করবো।
bash t-ban.sh
এই রকম দেখতে পারবেন। এখানে লেখা আছে যে what is Your Banner Name এইখানে যা লিখবেন সেটা নিচে দেখাবে। আর what is your cowsay name এইখানে যা লিখবেন সব উপরে দিখাবে।
দেখতেই পাচ্ছেন আমার টা কেমন হয়েছে । তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন।