আজকের ব্লগ পোস্টে আপনাদের সাথে আলোচনা করবো “পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার নিয়ম” সম্পর্কে । কিভাবে খুব দ্রুত এবং অল্প সময়ের মধ্যে পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করার চেষ্টা করবো । তাহলে চলুন শুরু করা যাক ।
ফ্রিল্যান্সিং এর জন্য ব্যাংক একাউন্ট
বাংলাদেশের ফ্রিল্যান্সাররা অনেক ষ্ট্রাগল করে তাদের কষ্টার্জিত টাকা এদেশে আনার জন্য । অনেক ফ্রিল্যান্সিং এর বিকাশ একাউন্টও আছে আবার পেওনিয়ার একাউন্টও আছে । বতমানে ফ্রিল্যান্সিং এর জন্য বাড়তি ব্যাংক একাউন্ট এর দরকার নেই । তারা তাদের অর্থ বা টাকা বিকাশের মধ্যমেই দেশে আনতে পারবে ।
বর্তমান সময়ে পেওনিয়ার এবং বাংলাদেশের মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠাত বিকাশ তাদের মধ্যে চুক্তি সম্পাদন করে এবং পেওনিয়ার এ থাকা ডলার খুব সহজেই বিকাশের মাধ্যমে সেই ডলার বা টাকা এদেশে নিয়ে আসতে পারবে পেওনিয়ার ও বিকাশের গ্রাহকেরা । এটি আমাদের দেশের ফ্রিল্যান্সারদের জন্য একটি সুসংবাদই বটে ।
পেওনিয়ার থেকে বিকাশে টাকা নেওয়ার নিয়ম
অতি সম্প্রতি বিকাশ ঘোষনা করে যে দেশের বাইরে থেকে পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনা যাবে । বিষয়টি এর মধ্যে অনেকেই অবগত হয়েছেন । আবার অনেকেই জানেন না । যারা জানেন না তারা জেনে নিন “পেওনিয়ার থেকে বিকাশে টাকা নেওয়ার নিয়ম” সম্পর্কে । নিম্নে আলোচনা করা হলো ——
০১। সর্বপ্রথম আপনার বিকাশ অ্যাপ এ লগইন করুন।
০২। এরপর আপনার সামনে যে ইন্টারফেসটি আসবে সেখানে “More” বা “আরও” অপশনে ক্লিক করুন ।
০৩। পরবর্তীতে সেবাসমূহ থেকে রেমিটেন্স অপশন সিলেক্ট করুন ।
০৪। এখন পেওনিয়ার অপশন সিলেক্ট করুন
০৫। পেওনিয়ার একাউন্ট খোলা না থাকলে আপনি একাউন্ট খুলতে পারবেন ।
০৬। অন্যদিকে একাউন্ট খোলা থাকলে আপনার পেওনিয়ার একাউন্টে লগইন করুন অপশনে ক্লিক ।
০৭। পরে দেখতে পাবেন নতুন পেজে আপনার লগইন ডিটেইলস লিংক চলে এসেছে ।
০৮। আপনার পেওনিয়ার একাউন্ট লগ ইন ডিটেলস দিয়ে লগইন করুন ।
ফ্রিল্যান্সিংয়ের টাকা বিকাশে আনুন
ফ্রিল্যান্সারদের প্রতি লেনদেনে ২% বোনাস । বিকাশ গ্রাহক পেওনিয়ার থেকে বিকাশ একাউন্টে টাকা টান্সফার করলে প্রতি লেনদেনে ফ্ল্যাট টু পার্সেন্ট ইনস্ট্যান্ট বোনাস পাবে। কিন্তু অফারটি চলবে ১০ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ ২০২২ পর্যন্ত। অন্যদিকে অফার চলাকালীন লেনদেনের কোন লিমিট নেই ।
প্রতি লেনদেনে ২% বোনাস অফারের বিস্তারিত
বিকাশ গ্রাহক পেওনিয়ার থেকে বিকাশ একাউন্টে টাকা ট্রান্সফার করলে প্রতি লেনদেনে ফ্ল্যাট ২% ইনস্ট্যান্ট বোনাস পাবেন ।
অফারটি চলবে ১০ ফেব্রুয়ারি-১০ মার্চ, ২০২২ পর্যন্ত ।
অফার চলাকালীন লেনদেনের কোনো লিমিট নেই ।
চ্যানেল: বিকাশ অ্যাপ ।
পেওনিয়ার থেকে বিকাশে টাকা নেওয়ার শর্তাবলী
আপনি যদি পেওনিয়ার থেকে বিকাশে টাকা গ্রহনের জন্য এবং বিকাশের এই অফারে আপনি কিভাবে অংশগ্রহন করবেন, এই অফার কতদিন চলবে, এই অফার থেকে কি কি পেতে পারেন, এই অফারের সুবিধা-অসুবিধা, পেওনিয়ার থেকে বিকাশে টাকা নেওয়ার শর্তাবলী সম্পর্কে বিস্তারিত জানতে বিকাশ এর অফিসিয়াল ওয়েবসাইট পরিদর্শন করতে পারেন ।
পেওনিয়ার থেকে বিকাশ-এ টাকা উত্তোলনের লিমিট
পেওনিয়ার থেকে বিকাশ-এ টাকা লেনদেনের প্রশ্ন-উত্তর
১। প্রশ্নঃ পেওনিয়ার কী?
উত্তরঃ Payoneer Inc. হচ্ছে একটি আমেরিকান আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান । এই প্রতিষ্ঠান অনলাইন লেনদেন এবং ডিজিটাল পেমেন্ট সেবা প্রদান করে থাকে ।
২। প্রশ্নঃ যেকোনো বিকাশ গ্রাহকই কি এই সার্ভিসটি ব্যবহার করতে পারবেন?
উত্তরঃ না। শুধুমাত্র সচল একাউন্ট স্ট্যাটাস থাকা সাপেক্ষে ট্রাস্ট লেভেল-৩ এর বিকাশ গ্রাহকেরা সার্ভিসটি ব্যবহার করতে পারবেন ।
৩। প্রশ্নঃ বিকাশ অ্যাপের কোথায় আমি সার্ভিসটি খুঁজে পেতে পারি?
উত্তরঃ আপনি সার্ভিসটি বিকাশ অ্যাপের হোমপেজের আরও অপশনে প্রথমে ক্লিক করুন । এরপর রেমিটেন্স আইকনে ক্লিক করে পেওনিয়ার বাটনে ক্লিক করুন ।
৪। প্রশ্নঃ বিকাশ অ্যাপের মাধ্যমে কি আমি পেওনিয়ার একাউন্ট খুলতে পারবো?
উত্তরঃ হ্যাঁ, বিকাশ অ্যাপের মাধ্যমে আপনি পেওনিয়ার একাউন্ট খুলতে পারবেন ।
৫। প্রশ্নঃ আমি কীভাবে আমার পেওনিয়ার একাউন্টকে বিকাশ একাউন্টের সাথে লিংক করতে পারি?
উত্তরঃ বিকাশ একাউন্টের সাথে পেওনিয়ার একাউন্ট লিংক করতে “রেমিটেন্স” আইকনে ক্লিক করুন > “পেওনিয়ার” ক্লিক করুন > “পেওনিয়ার একাউন্ট লিঙ্ক করুন” ক্লিক করুন । এরপর আপনাকে পেওনিয়ার হোস্টেড একটি পেইজে নিয়ে যাওয়া হবে, যেখানে আপনাকে আপনার পেওনিয়ার ইমেইল/ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড দিতে হবে । যদি ইমেইল/ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড সঠিক হয় তাহলে আপনি পেওনিয়ারে নিবন্ধিত আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি পাবেন । ওটিপি প্রবেশ করালে পেওনিয়ার একাউন্ট বিকাশ একাউন্টের সাথে লিংক হয়ে যাবে ।
৬। প্রশ্নঃ টাকা উত্তোলনের কি কোনো লিমিট আছে?
উত্তরঃ সর্বনিম্ন টাকা উত্তোলনের লিমিট ১০০০ টাকা এবং সর্বোচ্চ উত্তোলনের লিমিট প্রতিদিন ১,২৫,০০০ টাকা ৷
৭। প্রশ্নঃ টাকা উত্তোলনের পরে একটি ফান্ড ট্রান্সফার হতে কতক্ষণ সময় লাগে?
উত্তরঃ ফান্ড ট্রান্সফার রিকোয়েস্ট তাৎক্ষনিক সময়ের মধ্যে হয়ে যাবে । তবে কোনো করনে সমস্যা হলে সর্বোচ্চ ১৫ মিনিট সময় নিতে পারে ।
বন্ধুরা আশা করি আজকের “পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার নিয়ম | Payoneer to bKash” আলোচনা আপনাদের ভালো লেগেছে