আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।
আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম কিভাবে কোন টুলস ছাড়া termux এর theme পরিবর্তন করবেন। আমাদের Github or gitlab থেকে কোন টুসল ডাউনলোড করা লাগবে না।
যা যা লাগবে :
১ম : termux কে f-droid থেকে ইনস্টল করতে হবে।
২য় : f-Droid App টি সাথে ইন্টারনেট কানেকশন।
প্রথমে আমরা f-Droid এ চলে যাবো।
এখন আমরা termux style টি ডাউনলোড করবো এবং ইনস্টল করবো।
এখন আমরা চলে যাবো termux এ ।
এখন আমরা termux এর যেকোন একটা অংশে টাপিস করে ধরে রাখবো এবং copy, paste,more তিনটি অপশন দেখতে পারবো আমরা more এ চলে যাবো।
এখন আমরা চলে যাবো style এ
এখন আমরা অনেক গুলো কালার দেখতে পারবো। আপনার পছন্দের মতো কালার বেছে নিতে পারবেন।
আর হ্যাঁ কালার এর সাথে ও থাকছে ফন্ট style অনেক গুলো ফন্ট স্টাইল আছে পছন্দের মতো ফন্ট বেছে নিবেন।
যদি আপনার কালার,ফন্ট পছন্দ না হয় তাহলে আপনি default চলে যাবে তাহলে আগের মতো হয়ে যাবে।
দেখতেই পাচ্ছেন আমার. Theme change হয়ে গেছে। তো আজ এই পর্যন্তই ভালো থাকবো আল্লাহ্ হাফেজ।