Site icon Trickbd.com

Termux দিয়ে কিভাবে অপরিচিত নাম্বারের মালিকের নাম জানবেন।

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।

আজ আমি আপনাদের দেখাবো কিভাবে termux দিয়ে একজন মানুষকে আইডেন্টিফিকেশন করবেন মানে অপরিচিত নাম্বারটি কার তার নাম কি ইত্যাদি বের করবেন কিভাবে। আমরা সবাই কম বেশি truecaller ব্যবহার করি এবং পরিচিত নাম্বার দেখলে আমরা truecaller এ সার্চ করি এবং কিছু সময় সেই নাম্বারের নিদিষ্ট লোকের নামটা জানতে পারি।  কিন্তু আমি দেখাবো truecaller app ছাড়া termux দিয়ে কিভাবে অপরিচিত নাম্বার মালিকের নাম বের করবেন।

প্রথমে আমরা termux কে আপডেট করে নিবো।

pkg update – y

এখন আমরা termux কে আপগ্রেড করে নিবো

pkg upgrade -y

এখন আমরা termux. API টি ইনস্টল করবো তার জন্য কমান্ড হচ্ছে :

pkg install termux-api

আর হ্যাঁ যাদের ফোনে termux api ইনস্টল নাই তারা প্লে স্টোর থেকে termux api টা ডাউনলোড করে নিবেন তারপর termux কে api পারমিশন দিবেন ।

এখন আমরা github থেকে truecallerjs টুলসটি ডাউনলোড করবো ।

git clone https://github.com/sumithemmadi/truecaller-on-termux.git

এখন আমরা ls দিয়ে ইন্টার দিবো ।

এখন আমরা truecallerjs টুলসটির ভিতরে প্রবেশ করবো তার জন্য

cd truecaller-on-termux

লিখে ইন্টার দিবো।

প্রবেশ করার পর আমরা ls দিয়ে ইন্টার করবো।

এখন আমরা make নামে যে package টি আছে সেটি ডাউনলোড করবো। এটি ডাউনলোড হতে একটু সময় লাগবে ।

make install

Make প্যাকেজটি যখন ডাউনলোড হয়ে যাবে তখন আমরা লগইন করার একটি অপশন পাবে সেখাবে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিবেন।

উদাহরণ : +88017123456789 এই রকম country code সহ।  নাম্বারটি দেওয়া পর ওই নাম্বার একটি otp যাবে সেটি দিয়ে লগইন করে নিবেন।

এখন আমরা bash ফাইলটি ওপেন করবো।

source start-truecallerjs.sh

এখন আমরা truecaller এর svটা enable করবো।

sv-enable truecallerjs

এখন আমরা truecaller কে up করবো।

sv up truecallerjs

এখন আমরা truecallerjs লিখে ইন্টার করবো এবং কিছু দিক নির্দেশনা পাবো।

এখন দেখতে পাচ্ছেন সার্চ করার জন্য কিছু অপশন রাখছে সেই অনুযায়ী সার্চ করবেন।

কিভাবে অপরিচিত নাম্বার সার্চ করেন তার একটি উদাহরণ দেওয়া হলো :

truecallerjs -s 017123456789

এইভাবে সার্চ করতে পারেন।

দেখতে পাচ্ছেন আমি একটি নাম্বার লিখে সার্চ করলাম তার নাম এখানে দেখাচ্ছে।

আপনারা চাইলে এইভাবে অপরিচিত নাম্বারের মালিকের নাম বের করতে পারবেন।

বি:দ্র = সব নাম্বার যে সার্চ করলে নাম আসবে এমন নয়,  যদি ও নাম্বারটি truecaller ডাটাবেইজে থাকে তাহলে দেখতে পারবেন যদি না থাকে তাহলে দেখতে পারবেন না।  

কারো বুঝতে সমস্যা হলে কমেন্ট করেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ। ।