আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।

আজ আমি আপনাদের দেখাবো কিভাবে যে কোন লেখাকে এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট করবেন ।

আমরা হয়তো কিছু অ্যাপস ব্যবহার করে এনক্রিপ্ট করতাম এবং ওই এনক্রিপ্ট ডাটা গুলো অন্য অ্যাপস দিয়ে ডিক্রিপ্ট করা যাইতো না সেগুলো সেগুলো ঠিক থাকতো না ইত্যাদি ।

কিন্তু আজ আমি দেখাবো termux দিয়ে কিভাবে এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট করবেন ঝামেলা ছাড়া চলুন শুরু করা যাক।

বরাবরের মতো আমরা termux কে আপডেট এবং আপগ্রেড করে নিবো এবং git, python প্যাক গুলো ডাউনলোড করে নিবো।

pkg update && pkg upgrade -y

pkg install git

pkg install python

 

এখন আমরা github থেকে মেইন ফাইলটি ডাউনলোড করবো।

git clone https://github.com/KasRoudra/k-fuscator

ডাউনলোড হলে আমরা ls দিয়ে ইন্টার করবো।

তারপর ফাইলটির ভিতরে প্রবেশ করবো।

cd k-fusator

এখন আমরা requirements ডাউনলোড করবো।

bash requirements.sh

দুঃখিত একটা স্কিনসর্ট দেওয়া হয়নি

python3 kf.py

 

 

এখন দেখতে পাচ্ছেন কতগুলো অপশন আমি ১ টা সিলেক্ট করলাম তারপর ইন্টার করবো।

এখন input file name এখানে আপনি যেই ফাইলটি এনক্রিপ্ট করতে চাচ্ছেন তার লোকেশন দিন তারপর ইন্টার করলে output অপশনটি আসবে এখন আপনি এনক্রিপ্ট ফাইলটি কোথায় এবং কি নামে রাখতে চান সেই লোকেশনটি দিন।

দেখতে পাচ্ছেন আমার ডাটা গুলো এনক্রিপ্ট হয়ে গেছে।

আমি একটু আগে যেই ডাটা গুলো এনক্রিপ্ট করলাম সেই গুলো এখন ডিক্রিপ্ট করবো।

দেখতে পাচ্ছেন আমার ডাটা গুলো ডিক্রিপ্ট হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ্ হাফেজ।

2 thoughts on "Termux দিয়ে কিভাবে যেকোন ডাটাকে encrypt এবং decrypt করবেন দেখে নিন ।"

  1. Saikat Contributor says:
    vai eta diya encrypted memory card er file dekha jabe, othoba decrypt kora jabe?
    or encrypted memory decrypt korbo kivabe, thanks in advance.
    1. abir Author Post Creator says:
      Apni jei tar kotha bolcen emn kico ami dekhini ..kinto kon txt file ke encrypted korar Jay apni try kore dekhte paren hoy kina

Leave a Reply