আসসালামুয়ালাইকুম প্রিয় মেম্বার গণ।

সবাই কেমন আছেন।

আশা করছি ভালোই আছেন।

আমিও আপনাদের দোয়ায়

আল্লাহর রহমতে ভালো আছি ।

আজকে আমি বলবো

সিলেট বিভাগে বন্যা কবলিত এলাকায়

ফ্রি ইন্টারনেট এবং টকটাইম

কিভাবে পাবেন।

আমরা সবাই জানি বর্তমানে বাংলাদেশের প্রায় সব

এলাকা বন্যা কবলিত এলাকায় পরিণত

হয়েছে,

এইগুলো এর মধ্যে সিলেট এর অবস্থা খুব।

ভয়াবহ,।

মানুষ বাঁচার জন্য অনেক চেষ্টা করছে

খাদ্য পানীয় সব কিছর দিক দিয়ে তারা

সবাই অনেক অসহায় জীবন কাটাচ্ছে।

যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার ফলে।

কেউ সাহায্য এর জন্য

কারো কাছে বলতে পারছে না ।

তাই এই সংকটময় মুহূর্তে BTRC এর উদ্যোগে

সিলেটে বন্যা কবলিত এলাকায়

ফ্রি তে ইন্টারনেট ব্যালেন্স এবং টকটাইম

পৌঁছে দেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে।

এরফলে মানুষ সাহায্যের জন্য

বলতে পারেন।

বর্তমানে ৪ টি সিম কোম্পানি ফ্রিতে

ইন্টারনেট ব্যালেন্স এবং টকটাইম দিচ্ছে।

গ্রামীণফোন:

বাংলাদেশের অতি প্রাচীন একটি সিম

হলো গ্রামীনফোন।

বাংলাদেশের সব সময় বিভিন্ন

প্রাকৃতিক দুর্যোগের সময় সব

সময় তারা পাশে থেকেছে।

তাই এই সংকটময় মুহূর্তে সিলেট বিভাগে বন্যা কবলিত

এলাকায় ফ্রি তে ১০ মিনিট টকটাইম

পৌঁছে যাচ্ছে গ্রাহকদের কাছে।

রবি: বাংলাদেশের আরেকটি জনপ্রিয় মোবাইল সিম

কোম্পানি হলো

রবি,

তারা বন্যা কবলিত এলাকায় ফ্রি তে ১০০ এমবি ইন্টারনেট

ব্যালেন্স

এবং ১০ মিনিট টকটাইম দিচ্ছে।

নিতে ডায়াল করুন *২১২৯১*১#

Airtel: রবি আজিয়াটা লিমিটেড এর সৌজন্যে

এয়ারটেল দিচ্ছে সিলেট বিভাগে ১০০ এমবি ইন্টারনেট

এবং ১০ মিনিট টকটাইম।

নিতে ডায়াল করুন

*২১২*১#

টেলিটক: বাংলাদেশের সরকারী মোবাইল সিম ব্র্যান্ড

টেলিটক দিচ্ছে সিলেট এবং ময়মনসিংহ বিভাগে বন্যা

কবলিত এলাকায় ৫০০ এমবি ইন্টারনেট ২০ এসএমএস

১৫ মিনিট টকটাইম।

নিতে ডায়াল করুন *১১১*২০২২*৭#

আমি BTRC কে আন্তরিক

ধন্যবাদ জানাই এই রকম

একটি উদ্যোগ নেওয়ার জন্য।

এই অল্প সময়ের সাহায্য এর

বিনিময় বাঁচতে পারে একটি প্রাণ।

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন।

আল্লাহ্ হাফেজ।

যেকোনো প্রয়োজনে ফেসবুকে আমাকে পাবেন এই লিংকে

আমার ফেসবুক আইডি

6 thoughts on "সিলেট বিভাগে বন্যা কবলিত এলাকায় ফ্রি ইন্টারনেট এবং টকটাইম নিয়ে নিন!!"

  1. Siam7674 Contributor says:
    banglalink dey nai kono offer?
  2. Ifran Ahamed Contributor says:
    Aita ki onno jelai dibe
  3. Ifran Ahamed Contributor says:
    Vaiya ami robi sim a 2 bar dail kore 20 minute r 100+100 mb paici
  4. Md.Asmaul Contributor says:
    আমি তিন দিন থেকে একটা পোষ্ট করছি কিন্তু এপ্রুত হচ্ছে না
  5. Nishat Roni Contributor says:
    ভাই গ্রামীনে কিভাবে নেয়??
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      Oita অটোমেটিক যাবে

Leave a Reply