আজকে পোস্ট এর মধ্যে থাকছে ফেসবুকে নিচ প্রোফাইলের মধ্য দিয়ে এখন আয় করা যাবে টাকা কিন্তু কিভাবে জানাবো সেটা।
সেই সঙ্গে থাকছে ইন্টারনেট ছাড়াই এখন ব্যবহার করা যাবে জিমেইল তাহলে আর দেরি না করে মূল টপিকে চলে যাই।
তাহলে প্রথমেই আসি ফেসবুকের কাছে।
ফেসবুক তো রাইট নাও তাদের ইউজারদের জন্য একটা নতুন আপডেট নিয়ে চলে এসেছে সেটা হচ্ছে প্রফেশনাল মোড।
যেটা অলরেডি ইউজারদের মধ্যে একটা ক্রেজিনেস তৈরি করে ফেলেছে।
এন্ড বলা হচ্ছে এই আপডেটের ফলে প্রত্যেকটা ফেসবুক একাউন্ট ফেসবুক পেজের মত দেখাবে, এবং ফেসবুক একাউন্ট কিংবা প্রোফাইল থেকে টাকা ইনকাম করা যাবে।
এখন প্রশ্ন হল ফেসবুক প্রফেশনাল মুডটা আসলে কি?
আসলে ফেসবুকের প্রফেশনাল মুড টা অনেকটা instagram এর ক্রিয়েটর মোডের মত। এটি আপনার ফেসবুক প্রোফাইল কে অনেকটা পেজের মতো কনভার্ট করে দিবে।
এবং ফেসবুক পেইজে আমরা যেসব টুলস দেখতে পাই।
ফেসবুক প্রফেশনাল মুড চালু করার ফলে। আপনার ব্যক্তিগত প্রোফাইলেও সেম টুলস গুলো দেখতে পাওয়া যাবে।
এবং আপনার অ্যাকাউন্টটা যখন প্রফেশনাল মুডে চলে যাবে, তখন আপনি রিলস প্লে বোনাস প্রোগ্রাম পাবেন।
যার মাধ্যমে আপনি ৬০ সেকেন্ডের ছোট ছোট রিলস ভিডিও আপলোড করে সেগুলোর ওপর ভিউ এর মাধ্যমে টাকা আয় করতে পারবেন।
অ্যান্ড জানা গিয়েছে এই রিলস ভিডিও আপলোড করে এবং ভিউয়ার্স এর মধ্যে দিয়ে আপনি প্রতি মাসে প্রায় ৩৫০০০ ডলার পর্যন্ত ইনকাম করতে পারেন।
এখন প্রশ্ন হলো প্রফেশনাল মুডটা কিভাবে চালু করতে হয়?
প্রথম সমস্যা হল ফেসবুক এখনও সবার জন্য এই প্রফেশনাল মোড টি উন্মুক্ত করে দেয়নি।।
তাই সবার একাউন্টে এই আপডেট আসবে না, সেজন্য অবশ্যই অপেক্ষা করতে হবে। ফেসবুক নিজেই জানিয়েছে ধীরে ধীরে সব একাউন্টে এই প্রফেশনাল মুড টি সচল করে দেয়া হবে।
একচুয়ালি ফেসবুক এই স্ট্যাটাজি টা সাজিয়েছে টিক টককে টেক্কা দেয়ার জন্য, কারণ লাস্ট ইয়ার tiktok এর এপ্লিকেশন প্রায় তিন বিলিয়ন মানুষ ডাউনলোড করেছে।
এখন আপাতত প্রফেশনাল মুডে শুধুমাত্র এই রিলস ভিডিওগুলো ভিউয়ার্সের উপর টাকা ইনকাম করার সিস্টেমটা বহল থাকলেও পরবর্তীতে হয়তো এমনও হতে পারে। ওই ভিডিওগুলোতে এড রেভিনিউ এর ওপরেও আপনি ইনকাম করতে পারেন।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেইলিং সার্ভিসগুলোর মধ্যে অনন্য অবস্থানে আছে জিমেইল। গত বছরের এক প্রতিবেদনে দেখা গেছে, কর্মক্ষেত্রে আর ব্যক্তিগত কাজে বিশ্বের ১৮০ কোটি মানুষ জিমেইল ব্যবহার করেন। জনপ্রিয়তার কথা মাথায় রেখে এবার গ্রাহকদের জন্য সুখবর নিয়ে এলো গুগলের ই-মেইল সেবাদাতা অ্যাপ জিমেইল। ইন্টারনেটের সাথে সংযুক্ত না থেকেও এখন থেকে জিমেইল ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।
১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর ব্যক্তিগত কিংবা কর্মক্ষেত্রে প্রয়োজনে একসময় মাইক্রোসফটের ইয়াহু মেইল সেবার ব্যবহার ছিলো তুঙ্গে। ইয়াহু মেইলের আধিপত্য থাকলেও সহজে গ্রাহক বান্ধব হওয়ায় ২০০৪ সালে প্রতিষ্ঠার পর থেকে গুগলের জিমেইল এখন পর্যন্ত জনপ্রিয়তার শীর্ষে।
ক্যালিফোর্নিয়ার টেক জায়ান্ট মাউন্টেন ভিউয়ের রিপোর্ট অনুযায়ী, জিমেইল ব্যবহারকারিরা এখন থেকে ইন্টারনেটের সঙ্গে যুক্ত না থেকেও তাদের মেইলের মেসেজগুলো পড়তে পারবেন। এছাড়াও ইন্টারনেট ছাড়াই জিমেইল দিয়ে মেইল পাঠানো, বা ইনবক্সে মেইল খোঁজার কাজও করতে পারবেন। জিমেইলে এ এই ফিচার যুক্ত হলে মেইল সার্ভিসের জগতে এক যুগান্তকারী পরিবর্তন আসবে। কম কানেক্টিভিটি বা ইন্টারনেট নেই, এমন স্থানে বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে মেইল পরিষেবা এতে সুফল পাবে।
এই সার্ভিস অ্যাক্টিভেট করার কাজও খুব সহজ, কয়েকটি সামান্য সেটিংসের পরিবর্তন করলেই ব্যবহারকারীরা অফলাইনে মেইল করা বা পড়ার কাজ করতে পারবেন।
এবার ইনবক্সে গিয়ে সেটিংস অপশনে ক্লিক করতে হবে সি অল সেটিংস এ ক্লিক করতে হবে। নতুন পেজ খুললে অফলাইনটাবে ক্লিক করতে হবে।
এবার চেক বক্সে এনেবল অফলাইন মেইল অপশনে ক্লিক করতে হবে। তারপর জিমেইলের তরফে নতুন একটি সেটিংস অপশন খুলে যাবে।
এরপর জিমেইলের সাথে অফলাইন ব্যবহারের ক্ষেত্রে কত দিনের ইmail দেখতে চান সেটি সিলেক্ট করতে হবে।
google এবার কম্পিউটারে নির্দিষ্ট জায়গার পরিমাণ দেখাবে। এছাড়াও কম্পিউটারে অফলাইনের ডাটা রাখা। বা কম্পিউটার থেকে সব অফলাইন ডেটা মুছে ফেলার অপশনও দিবে।
তো এই পোস্টটি যদি আপনারা চান তাহলে খুব দ্রুতই করবো মতামত দিবেন কমেন্ট বক্সে Contract Facebook: https://www.facebook.com/abbu2400
আজকের মতো এই ছিল, পরবর্তীতে ইনশাল্লাহ আবারো হাজির হবো নতুন কোন টেক রিলেটেড কিংবা মুভি রিলেটেড গল্প নিয়ে।
সেই পর্যন্ত ট্রিকবিডির সঙ্গেই থাকুন ধন্যবাদ। ❤️