Site icon Trickbd.com

Motorola এর নতুন ফোন Moto E22s. আসলে কেমন? ফুল স্পেসিফিকেশন।

Unnamed

আসসালামু আলাইকুম


তো Motorola তাদের নতুন ফোন Moto E22s ইন্ডিয়াতে লঞ্চ করতে চলেছে এই মাসের ১৭ তারিখে। তো চলুন একনজরে দেখে আসা যাক এর স্পেসিফিকেশন।

Motorola Moto E22s


Display


ডিসপ্লে হিসেবে এখানে 6.5″ এর LCD Display রয়েছে যা 20:9 রেশিও এর। এতে রয়েছে 90hz রিফ্রেশ রেট। কিন্তু আসল সমস্যা হলো এটি একটি HD+ এর Display.

Camera
ক্যামেরা হিসেবে এর পেছনের পেছনে রয়েছে দুইটি ক্যামেরা। প্রথমটি প্রাইমারি সেন্সর যেটি 16MP এর f/2.2 অ্যাপ্রেচার এর সেন্সর। এবং আরেকটি হলো 2MP এর ডেপথ সেন্সর যা f/2.4 অ্যাপ্রেচার এর। আর সামনে পাঞ্চ হোল এর ভেতরে 8MP এর একটি সেন্সর রয়েছে যা f/2.2 অ্যাপ্রেচার এর।

Performance
এই ফোনটিতে রয়েছে Media Tek এর helio g37 প্রসেসর যা একটি অক্টা কোর প্রসেসর। এটি মূলত helio g35 এর successor. GPU হিসেবে রয়েছে PowerVR GE8320 এবং এখানে 4 জিবি Ram ও 64 জিবি Rom রয়েছে। এই ফোন হেবি গেম ( Like Pubg, Call of Duty, Apex legends) খেলার জন্য মূলত তৈরি করা হয়নি।

Battery
ব্যাটারি হিসেবে এখানে 5000 মিলিম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যাতে 10w ফাস্ট চার্জিং সিস্টেম রয়েছে।

OS


ফোনটি Android 12 দিয়েই বাজারে আসবে। যার ফলে ক্রেতা লেটেস্ট ভার্সন ব্যবহারের সুযোগ পাবে।

অন্যান্য
এই ফোনটিতে USB type C পোর্ট রয়েছে এবং এটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এছাড়া জাইরো সেন্সর সহ প্রায় সব প্রয়োজনীয় সেন্সরই রয়েছে। এটি Iceberg Blue, Cosmic Black এই দুইটি কালার ভ্যারিয়েন্ট এ আসবে।

Price

এই ফোনটি ইন্ডিয়াতে 10,499 রুপিতে আসতে পারে যা বাংলাদেশী টাকায় 13,100 টাকার আশেপাশে হয়। কিন্তু বাংলাদেশে ফোনটি অফিসিয়ালভাবে নাও আসতে পারে।

তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। বিদায়।