হেই, আমি অনামিকা চৌধুরী কি অবস্থা সবার? চিনতে পেরেছেন? জানি ভুলে গেছেন বাট আমি কিন্তু আপনাদেরকে ভুলি নাই।


তো সবকিছু ভুলে নতুন করে শুরু করতে চাই নতুন কিছু শেখাতে বা শিখতে চাই আশা করছি আপনাদের সাপোর্ট পাবো।তো চলুন শুরু করা যাক।

প্রযুক্তিপ্রেমীদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশে গ্যালাক্সি ওয়াচ ৫ এই স্মার্ট গেজেটি উন্মোচন করেছে টেকজান্ড স্যামসাং, স্লিপ ট্রাকিং হেলথ এন্ড ওয়েলনেস মনিটরিং সহ নানান সুবিধা যুক্ত স্মার্ট ওয়াচ টি এখন ট্রেন্ডি একটি গেজেট।

ব্যবহারকারীদের ঘুম ও স্বাস্থ্য খেয়াল রাখার জন্য সেরা মানের প্রযুক্তি এবং বৈশিষ্ট্যের সমন্বয়ে ঘটনা হয়েছে গ্যালাক্সি ওয়াচ ৫ স্মার্টওয়াচ টিতে।

উন্নত আরো স্লিপিং ট্রাকিং প্রযুক্তির সাহায্যে ডিভাইসটিতে ৮টি বিশেষ আইকন রয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীদের ঘুমের ধরন যাচাই করে ঘুমের সময় নির্ধারণ করে দিতে পারে।

নাক ডাকার অভ্যাস বুঝতে পারে এবং ঘুমের বিভিন্ন স্টেজ এওয়েক লাইট ডিপ এবং আর ই এম বুঝতে পারে ও ট্রাক করতে পারে, বেশি সক্ষমতার ব্যাটারি ও দ্রুত চার্জিং সুবিধা সহ samsung galaxy ওয়াচ ৫ জিরো থেকে শতকরা ৪৫ ভাগ পর্যন্ত হতে সময় নেয় মাত্র ৩০ মিনিটের মত।


হেলথ সেন্সর গুলো কার্যকর ভাবে নিয়ন্ত্রণ করার জন্য এতে আরো রয়েছে থি ইন ওয়ান samsung বায়ো একটিভ সেন্সর, বায়ো ইলেকট্রিক্যাল এনালাইসিস সেন্সর, ইলেকট্রিক্যাল হার্ড সেন্সর, এবং অপ্টিক্যাল হার্ড ট্রেড সেন্সর দ্রুত কাজ করে।

রাত দিন 24 ঘন্টার পুরোটা সময় স্বাস্থ্যের অবস্থা জানান দেয়ার পাশাপাশি, ডিভাইসটি বডি কম্পোজিশন ট্রাক করতে পারে, মাত্র কয়েক মিনিটের মধ্যেই ব্যবহারকারীদের শরীর ও স্বাস্থ্য সম্পর্কে খুঁটিনাটি আরও বিভিন্ন তথ্য দিতে পারে।

তো এই ছিল আমার শর্ট পোস্ট সিরিজের ৩ নাম্বার পোস্ট ভাল লাগলে লাইক করে দিতেই পারেন, আর কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো।
পুনর্জন্ম ৪ নাটকে কি কি ঘটবে?

এ মাসেই মুক্তি পাওয়া সেরা পাঁচটি বাংলা নাটক

ধন্যবাদ সবাইকে পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য আল্লাহাফেজ।

7 thoughts on "সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দেশের বাজারে এলো Galaxy Watch 5"

  1. Shaon Author says:
    অনামিকা, আপনার সাথে কন্টাক্ট করা যাবে? কাজের বিষয়ে কিছু কথা ছিলো।

    আমার মেইল এড্রেস: [email protected]

    1. Anamika Chowdhury Subscriber Post Creator says:
    2. Shaon Author says:
      ফেইসবুক/এই ধরণের কোন সোশ্যাল মিডিয়াতে আমার কোন একাউন্ট নাই। এজন্য মেইল এড্রেস দিছিলাম।
  2. MD Musabbir Kabir Ovi Author says:
    প্রাইস উল্লেখ করেন নি কেনো?
  3. Adhish-ABS Author says:
    arektu boro kore lekh jeto+dam ta bollen na
    1. Anamika Chowdhury Subscriber Post Creator says:
      ভাই এভাবে পোস্ট না পড়ে কমেন্ট করা উচিত না ?

Leave a Reply