Site icon Trickbd.com

Samsung Galaxy M54 5G এর ফুল স্পেসিফিকেশন লিকড হয়ে গেল। বিস্তারিত পোস্টে।

Unnamed

আসসালামু আলাইকুম


Samsung আনতে চলেছে তাদের নতুন একটি ফোন Samsung Galaxy M54 5G. কিছু ভালো এবং কিছু মন্দ দিক সহ ফোনটির 6+128 জিবি ভ্যারিয়েন্ট আসতে চলেছে। তো চলুন এক নজরে দেখে আসা যাক এর সমস্ত স্পেসিফিকেশন।

Samsung Galaxy M54 5G

Display

এখানে থাকতে চলেছে 6.67″ এর FHD+ এর একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে। যা 90hz ডিসপ্লে দিয়ে আসবে।

Camera

ক্যামেরা হিসেবে এর পেছনের দিকে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি সেন্সরটি হলো 64MP এর। যা 4K 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে। পরবর্তী সেন্সর দুটি হলো 5MP এর একটি ম্যাক্রো সেন্সর এবং একটি 8MP এর আল্ট্রাওয়াইড ক্যামেরা।

Performance

এখানে থাকতে চলেছে Snapdragon এর পুরানো প্রসেসর Snapdragon 888. পুরনো হলেও এই প্রসেসরটি এখনো কাজ করতে সক্ষম। এটি একটি অক্টা কোর প্রসেসর যা 2.84 GHz এ বেজড। Ram হিসেবে এখানে থাকছে 6 জিবি Ram ও 128 জিবি Rom. এখানে 1TB পর্যন্ত মেমোরি বাড়ানোর সুযোগ থাকছে।

Battery
ব্যাটারি হিসেবে এখানে থাকতে চলেছে 6000mAh এর ব্যাটারি। এখানে 25w এর ফাস্ট চার্জিং রয়েছে। আমার মনে হয় স্যামসাং এর উচিত ফাস্ট চার্জিং একটু ইম্প্রুভ করা।

OS

অ্যান্ড্রয়েড এর কোন ভার্সন দিয়ে আসবে তা এখনো বলা হয়নি কিন্তু ধারণা করা হচ্ছে Android 12 দিয়ে আসবে। যদিও অ্যান্ড্রয়েড ১৩ চলে এসেছে কিন্তু অ্যান্ড্রয়েড ১৩ দিয়ে আসার সম্ভাবনা খুবই কম।

অন্যান্য

এখানে ফিঙ্গার প্রিন্ট হিসেবে সাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। এর একটি খারাপ দিক হলো এখানে 3.5mm এর হেডফোন জ্যাক থাকবে না। যেহেতু Snapdragon 888 একটি 5জি প্রসেসর সেহেতু এখানে ফাইভ-জি থাকবে।

Price
ফোনটির দাম বাংলাদেশ টাকায় ৪৫০০০ টাকার আশেপাশে হতে পারে।

তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। বিদায়।