Site icon Trickbd.com

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি গ্রামীনফোনের সব ধরণের সিম বিক্রি বন্ধ নিষেধাজ্ঞা এসেছে

Unnamed

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি গ্রামীনফোনের সব ধরণের সিম বিক্রি বন্ধ নিষেধাজ্ঞা এসেছে


দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের সব ধরণের সিম বিক্রি বন্ধ থাকবে। নতুন সিমের সঙ্গে সঙ্গে আর পুরাতন সিমও বিক্রি করতে পারবে না এই মোবাইল অপারেটরটি।

গত রোববার (৬ নভেম্বর) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ সিদ্ধান্ত নিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশন্স খায়রুল বাশার দেশকে বলেন→ আমরা একটি নির্দেশনা পেয়েছি। আগে থেকেই নতুন সিম বিক্রি বন্ধ করেছিল। এখন থেকে আর রিসাইকেল (পুরাতন) সিমও আমরা বিক্রি করতে পারবো না।

আরো জানা গেছে→ বর্তমানে গ্রামীণফোন সিম বিক্রি করতে বিটিআরসির কাছে আবেদন করেছিল।কিন্তু সেই আবেদন প্রত্যাখান করেছে বিটিআরসি। আগেও গুণগত মান নিশ্চিত না করায় গ্রামীণফোনের নতুন সিম বিক্রি বন্ধ করেছিল নিয়ন্ত্রক সংস্থা।

কিন্তু তখন পুরোনো বিক্রি করতে পারতো প্রতিষ্ঠানটি। এখন থেকে গ্রামীণফোনের সব ধরণের সিম বিক্রি বন্ধ করেছে বিটিআরসি।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন→সেবার মান সম্পন্ন নিশ্চিত না করা পর্যন্ত গ্রামীণফোন অপারেটর নতুন কোন গ্রাহক তৈরি করতে পারবে না। পুরাতন সিম গুলোবিক্রি করা হলেও নতুন গ্রাহক তৈরি হচ্ছে। অতএব নতুন সিমেও নতুন গ্রাহক তৈরি হয়।তাই সেবার মান উন্নত না করতে পারলে গ্রামীণফোন নতুন কোন গ্রাহকই তৈরি করতে পারবে না।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ২৯ জুন গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দেয়। আর আজ থেকে প্রতিষ্ঠানটির সব ধরণের সিম বিক্রিতেই নিষেধাজ্ঞা এসেছে।

গ্রামীনফোন তাদের গ্রাহন বৃদ্ধি করলেও তাদের সেবার মান বৃদ্ধি করেনি। আগেও একবার সিম বিক্রি নিষেধ করার পরেও তারা পুরাতন সিম বিক্রি চালিয়ে গেছে। এখন টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি নতুন পুরাতন সব সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে। আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আল্লাহ হাফেজ।

আপনার ওয়েবসাইটের জন্য আর্টিকেল প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুকে আমি

Exit mobile version