আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।
পৃথিবীর প্রথম ফোল্ডেবল ল্যাপটপ উন্মোচন করেছে বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান আসুস
ল্যাপটপ সম্পর্কে আমরা সবাই জানি। বর্তমানে নতুন নতুন অনেক ল্যাপটপ বাজারে আসছে। বর্তমানে কনজিউমার ইলেক্ট্রনিক্স শো’তে পৃথিবীর প্রথম ফোল্ডেবল ল্যাপটপ উন্মোচন করেছে বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান আসুস।
জেনবুক ১৭ ফোল্ড ওলিড মডেলের ল্যাপটপটি বিশ্ব বাজারে বিক্রিও শুরু হয়েছে বলে জানিয়েছে আসুস। ডিভাইসটির বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৯৯ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ৫৭ হাজার টাকা।
আসুসের নতুন এই ল্যাপটপে রয়েছে ১২তম প্রজন্মের ইন্টেল কোর আই৭ প্রসেসর। ভালো গ্রাফিক্স সুবিধা পেতে রয়েছে ইন্টেল আইরিস এক্সই জিপিইউ।
১৬ জিবি এলপিডিডি আর ৫ র্যামের ল্যাপটপে ওয়ান টেরাবাইট এসএসডি স্টোরেজ রয়েছে।
ল্যাপটপে রয়েছে ১৭.৩ ইঞ্চি ফোল্ডেবল ওলেড টাচস্ক্রিন ডিসপ্লে, যার রেজুলেশন ১,৯২০ বাই ২,৫৬০ পিক্সেল।
ডিসপ্লে ৫০০ নিট ব্রাইটনেস সাপোর্ট করে। ফোল্ড করার সময় স্ক্রিনটির আকার কমে হবে ১২.৫ ইঞ্চি। যার রেজুলেশন ১,২৮০ বাই ১,৯২০ পিক্সেল।
পাওয়ার ব্যাকআপের জন্য জেনবুক ১৭ ফোল্ড ওলিড ল্যাপটপে থাকছে ৭৫ ওয়াটআওয়ারের ব্যাটারি। স্ক্রিন ফোল্ড করা থাকলে ৯.৫ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ এবং খোলা থাকলে ৮.৫ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে।
তার সাথে ইউএসবি টাইপ-সি ৬৪ ওয়াট পাওয়ার অ্যাডাপ্টার রয়েছে। আসুস এরগোসেন্স ব্লুটুথ কীবোর্ড এবং টাচপ্যাড ছাড়া ল্যাপটপের ওজন ১.৫ কেজি এবং ব্লুটুথ কীবোর্ডের সাথে ওজন ১.৮ কেজি।
ল্যাপটপটিতে থ্রিডি নয়েজ সুবিধা রয়েছে এবং আইআর ফাংশনসহ ফাইভ মেগাপিক্সেলের এআই ক্যামেরা থাকছে।
হারমান কার্ডন-সার্টিফায়েড ডলবি অ্যাটমস সাউন্ডসহ কোয়াড-স্পিকার সেটআপ রয়েছে এতে। এছাড়া কোর্টানা এবং অ্যালেক্সা ভয়েস অ্যাসিসট্যান্টের সাপোর্টসহ থাকছে ইন-বিল্ট মাইক্রোফোন।
বর্তমান বিশ্বে আসুস সর্বপ্রথম ফোল্ডেবল ল্যাপটপ বাজারে এনেছে। ল্যাটপটটির দাম বাংলাদেশের মুদ্রায় অনেক যা সাধারণ মানুষের হাতের নাগালের বাহিরে। আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আল্লাহ হাফেজ।
আপনার ওয়েবসাইটের জন্য আর্টিকেল প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুকে আমি