সবাইকে আরো একবার স্বাগতম জানাচ্ছি | গত দুটি পোস্টে আমাকে অন্যান্য লোকজন নানাভাবে অনুপ্রাণিত করেছেন | তার জন্য সবাইকে ধন্যবাদ | যদিও কোন কমেন্টের রিপ্লাই দিতে পারে নি |
সাপ্তাহিক টেকনোলজি নিউজ (প্রথম পর্ব) -এ সকলকেই জানাই শুভেচ্ছা | আজকের দিনে টেকনোলজি ব্যতীত কোন বিষয়ই কল্পনা করা যায় না | এজন্য প্রতিনিয়ত এর নিত্য নতুন তথ্য জানা জরুরি | তাই প্রতি সপ্তাহে এই তথ্যগুলো যেন সকলে জানতে পারে তার প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই এই পর্বগুলো দেওয়া হচ্ছে | প্রতিনিয়ত টেকনোলজির তথ্যগুলো জানতে এই পর্বগুলো দেখতে থাকুন | প্রতি সপ্তাহে একটি করে পর্ব পাবলিশ করা হবে ইনশাল্লাহ |
টুইটারের নতুন সকল আপডেটঃ
টুইটারের বর্তমান মালিক এলন মাস্ক | টুইটার ক্রয় করার পর থেকেই নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেই চলেছে | অনেকগুলো বাস্তবায়নও করেছে | তারা যে যে পদক্ষেপগুলো গ্রহণ করতে যাচ্ছে তা নিয়ে নিচে আলোচনা করা হলো |
১.টুইটার ১.৫ বিলিয়নের মতো একাউন্ট ডিলিট করতে যাচ্ছে | যে একাউন্টগুলোতে এক বছর লগ ইন করা হয়নি এবং কোন প্রকার টুইট বার্তা নেই সেসকল একাউন্ট ডিলিট করা হবে বলে জানিয়েছে এলন মাস্ক |
২.টুইটারে আসতে যাওয়া নতুন সিস্টেমগুলোর মধ্যে রয়েছে টুইট বার্তায় ভিজিটর দেখা, টুইট বার্তায় রিয়্যাক্টের সংখ্যা ইত্যাদি | জনপ্রিয় সোস্যাল মিডিয়া ফেসবুকের পোস্টগুলোতে কত জন রিয়্যাক্ট দিয়েছে,কে কে রিয়্যাক্ট দিয়েছে তা দেখা যায় | বর্তমানে নতুন পোস্ট শেয়ারিং গ্রুপগুলোতে পোস্টের ভিজিটর সংখ্যাও দেখা যায় | টুইটারে এই সিস্টেমগুলোর একটিও ছিল না | এলন মাস্ক নিজেই জানিয়েছে যে, টুইটারের টুইট বার্তাগুলোর ভিজিটর সংখ্যা দেখার সিস্টেমটি এবং রিয়্যাক্ট প্রাপ্ত সংখ্যা দেখার সিস্টেমটিও চালু করা হবে |
৩.গত ১মাস আগে টুইটার জানিয়েছিল যে টাকার মাধ্যমে মিলবে ব্লু টিক মার্ক | একথা শোনার পর অনেক সেলিব্রেটিরা টুইটার থেকে একাউন্ট সরিয়ে নিচ্ছিল | এই খাত থেকে বাঁচতে টুইটারে কয়েক রঙের টিক মার্কের ব্যবস্থা করবে বলে জানিয়েছে এলন মাস্ক | যেমনঃ সবুজ, লাল | একেক ক্যাটাগরিতে একেক ধরনের টিক মার্কের ব্যবস্থা করা হবে | এতে করে সেলিব্রেটিদের অরিজিলাম একাউন্টও চেনা যাবে এবং টাকার মাধ্যমে ভেরিফাইডকৃত একাউন্টও চেনা যাবে |
আমেরিকা থেকে নিষিদ্ধ হবে টিকটক অ্যাপ
আমেরিকা থেকে টিকটককে ব্যান করার সিদ্ধান্ত নিয়েছে সরকার | টিকটক চীনের তৈরি একটি ভিডিও শেয়ারিং ওয়েব | আমেরিকার বিশ্লেষকরা মনে করেন যে, টিকটকের মাধ্যমে আমেরিকার গোপন তথ্য চুরি হয়ে যেতে পারে | চীনের কাছে চলে যেতে পারে | আবার অনেকে মনে করেন যে, টিকটকের মাধ্যমে দেশের অনেক মানুষ অযথা সময় নষ্ট করছে | এতে প্রচুর ক্ষতি হচ্ছে দেশের | আমেরিকা সরকার ইতিমধ্যে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে টিকটক ব্যবহার বন্ধ করে দিয়েছে | আলবামা নামক প্রদেশের কলেজের ওয়াই-ফাই নেটওয়ার্ক থেকে টিকটক নিষিদ্ধ করেছে | যদি কেউ ব্যবহার করে তাহলে লোকেশন জেনে ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন | আমেরিকার একটি প্রদেশের ২৬টি স্কুল প্রতিষ্ঠানে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে |
২০২২ সালে গুগলে সর্বাধিক অনুসন্ধানকৃত বিষয়ঃ
গত বছরে সর্বাধিক অনুসন্ধানকৃত বিষয়গুলো গুগল নিজেই জানিয়েছে | নিচে তার বিষয় ও নাম দেওয়া হলোঃ
Defination
Rupee
Oligarch
Cacao
People
Johnny depp
Will smith
Amber heard
current events
Election result
Queen Elizabeth passing
Ukrain
movie
Encanto
Thor:love and thunder
Top gun:maver
tv show
Euphoria
Stranger thing
The watcher
song
We don’t talk about bruno (encanto)
Surface pressure (encanto)
Jiggle jiggle (duke&jones and louris therouk)
overall
Wordle
Election result
Betty white
তো আজ এখানেই শেষ করছি | ধন্যবাদ সবাইকে |