Site icon Trickbd.com

সকল বাহিনীর নামের সংক্ষিপ্ত প্রশ্নের নামের পূর্ণরূপ এবং কিছুগুরুত্বপূর্ণ তথ্যর উত্তর।

আসসালামু আলাইকুম আজকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে কথা বলব,

এই কথাগুলো আমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করছি তারপর নিজের মত করে সাজিয়ে, আপনাদের সামনে উপস্হাপন করলাম।

যেগুলো আমাদের প্রায় কাজে লাগে এবং সে সকল ক্রিটিকাল প্রশ্ন সবগুলো আমি এখানে একসাথে তুলে ধরার যথেষ্ট চেষ্টা করেছি,

বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন বাহিনীর ফোর্স এর নামের সংক্ষিপ্ত রূপকে তুলে ধরছি,

কপিরাইটঃ পোস্টটাকে সুন্দরভাবে উপস্থাপনের জন্য ছবিটি গুগল থেকে নিয়েছি

আশা করছি আপনাদের একটু হলেও ভালো লাগবে তো চলুন শুরু করা যাক।

C.I.D -এর পূর্ণ রূপ কী?
-Crime Investigation Department

RAB -এর পূর্ণ রূপ কী?
-Rapid Action Battalion

BGB -এর পূর্ণ রূপ কী?
-Border Guard Bangladesh

SSF -এর পূর্ণ রূপ কী?
-Special Security Force

B.C.I.C -এর পূর্ণ রূপ কী?
-Bangladesh Chemical Industries Corporation

P.C.I -এর পূর্ণ রূপ কী?
-Per Capital Income

G.N.I -এর পূর্ণ রূপ কী?
-Gross National Income

G.D.I -এর পূর্ণ রূপ কী?
-Gross Domestic income

বঙ্গপোসাগরের ইংরেজি নাম কি?
-Bay Of Bengal

তেল জলে মিশে না কেন?
-জলের অনু তেলের অনু অপেক্ষা ছোট তাই

বাংলাদেশে গড় বৃষ্টিপাত কত?
-৮০ ইঞ্চি..

মশা কামড়ায় কেন?
– মশার (স্ত্রী) বংশবৃদ্ধির (ডিম পরার) জন্য রক্তের প্রয়োজন। তাই মনে রাখবেন, শুধু মাত্র স্ত্রী মশাই মানুষকে কামড়ায়।

শীতকালে নিশ্বাস ধৌয়ার মতো দেখায় কেন?
-আমাদের নিশ্বাসের সাথে মিশ্রিত জলীয়বাষ্প ঠান্ডায় ঘনীভূত হয়ে ধৌয়ার মতো দেখায়।

কর্নফুলী পেপার মিল কোথায় অবস্থিত?

– চন্দ্রঘোনা

কর্নফুলী রেয়ন ও কেমিক্যাল লিঃ কোথায় অবস্থিত?
– চন্দ্রঘোনা

কিডনি নষ্ট হলে,কিসের মাধ্যমে মুত্র ফেলে দেওয়া হয়?

এটার উত্তর হবে, ডায়ালাইসিস।

তো আজকে এ পর্যন্তই

সবাই ভালো থাকবেন।

আল্লাহ হাফেজ।

Exit mobile version