আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভাল আছেন। তো আজকে দেখাবো যে, কিভাবে আমরা ঘরে বসে সৌদির মক্কায় মসজিদের নববী পরিদর্শন করতে পারি?

 

এখানে মক্কা পরিদর্শন বলতে আমি একটা বিষয় বুঝিয়েছি, মসজিদের নববী পরিদর্শন।

 

আমরা যেহেতু বর্তমানে সরাসরি সৌদি আরবের মক্কাতে যেতে পারবো না, সেখানকার পরিবেশ টাকে, উপভোগ করতে পারবো না। কিন্তু আমরা চাইলে তার কিছুটা নমুনা সেটি অনলাইনের মাধ্যমে নিজের মনকে কিছুটা হলেও তৃপ্তি করতে পারবো,

 

কিছুদিন আগেই সৌদি আরবের একটি ওয়েবসাইট পাবলিশ হয়েছে, যেখানে পুরো মক্কাকে, এবং একটি থ্রিডি আর্টে দেখানো হয়েছে,

 

তো এখানে দেখতে পারছেন, আপনারা দেখতে পারবেন যখন ওয়েবসাইট টি ওপেন করবেন তখন আপনাদের সামনে একটা লোডিং হবে,

 

তারপর এখানে সৌদি আরবের যে ওয়েবসাইটটি আছে যেটি কিছুদিন আগে রিলিজ হয়েছে,

 

সেই ওয়েবসাইটে লোডিং হবার পর এখানে দেখতে পারবেন সাউন্ড বলে একটি অপশন,

এখানে আপনারা ইয়েস করে দিবেন তাহলে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনতে পারবেন এবং আপনি আরো অনেক সুন্দর ভাবে এখানকার দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন।

 

 

এখন আপনারা গেট দিয়ে ভেতরে ঢোকার জন্য বা সেখানকার যতগুলো গেইট আছে সেগুলো দেখার জন্য নিচে দেখানো স্ক্রিনশট গুলো ফলো করবেন,

 

এরপর নিজের ছবির মত আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন,

এখান থেকে আপনার যে গেটে ওপেন করতে মন চায় সেই অপশনে ক্লিক করবেন

আসলে এটি টিউটোরিয়াল এর কিছু না জাস্ট আপনাদের জানালাম আশা করছি আপনাদের অনেকটাই ভালো লাগবে। এবং মনটা কিছুটা হলে ভালো হবে এটা দেখে। আমার নিজের অনেক ভালো লেগেছে যে কারণে মন চাইলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম।

 

 

আর আমি এটা ফোন থেকে দেখালাম যারা আরো ভালোভাবে এবং অনেক অনেক সুন্দর ভাবে এই দৃশ্যগুলো উপভোগ করতে চান,

 

অর্থাৎ মসজিদের নববীর থ্রিডি আর্ট ভালোভাবে উপভোগ করতে পারবেন।

 

আর আপনি ল্যাপটপ, কম্পিউটার অথবা টেবলেটে দেখতে পারেন। তাহলে আপনারা মসজিদের নববীর এই থ্রিডি হার্ড গুলো আরো অনেক, সুন্দর ভাবে এগুলো উপভোগ করতে পারবেন, মনে হবে যেন আপনি ওখানে গিয়েছেন।

মসজিদে নববীর ৩ডি আর্ট দেখতে নিচের ওয়েবসাইট টি ওপেন করুন।

ওয়েবসাইট লিংকঃ Open করতে ক্লিক করুন।

 

হ্যাকিং, বাগ বাউন্টি, বিভিন্ন টিপস এন্ড ট্রিকস, এন্ড্রয়েড অ্যাপস সহ সকল প্রিমিয়াম এপস এবং যাবতীয় প্রযুক্তি ইন্টারনেট বিষয়ে ইনফরমেশন পেতে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ক্লিক করতে পারেন।

 

তো সবাই ভালো থাকবেন।

 

~আল্লাহ হাফেজ।

 

 

 

4 thoughts on "এবার ঘরে বসেই,সৌদির মক্কায় মসজিদে নববী, অনলাইনে পরিদর্শন করুন, 3D আর্টে। এবং দেখুন, অসাধারণ ভিউ। Visit Makka In a online Web Portal"

  1. Avatar photo MD Shimul Mondol Contributor says:
    অসাধারণ। খুবই উপকারী পোষ্ট।
  2. Avatar photo HABIB Author says:
    *প্রথমত, এই বিষয়ে আপনার আগে একজন পোস্ট করেছে।
    *দ্বিতীয়ত, মসজিদে নববী মক্কায় নয়।
    তৃতীয়ত, আপনার লেখায় বানান ভুল আছে।
    1. Avatar photo Shofikul Islam Author Post Creator says:
      @HABIB ধন্যবাদ, আমার ভুল গুলো ধরিয়ে দেবার জন্য।
  3. Avatar photo Md Khalid Author says:
    অনেক গুরুত্বপূর্ণ একটি পোস্ট করেছেন। আলহামদুলিল্লাহ। আমি এর মাধ্যমে প্রাণের স্বপ্নের স্থানের সকল গেট এবং চিত্র সম্পর্কে পরিচিত হতে পারছি। জাঝাকল্লাহ খায়রান।

Leave a Reply