Site icon Trickbd.com

রাস্তার মধ্যে, সাদা দাগ কাটা, থাকে কেনো? জানুন সব থেকে সহজ ব্যাখ্যা! এবং এ ব্যাপারে সতর্ক হন।

আসসালামু আলাইকুম, আসা করি সবাই ভালো আছেন, আজকের আলোচনার বিষয়, পোস্ট টাইটেল দেখেই বুঝে গেছেন।

তারপর ও বিষয় টার যদি একটু সামারি দিয়ে শুরু করি, আমরা মাঝেমধ্যে বিভিন্ন রোডের মধ্যে দেখি, সাদা দাগ কাটা থাকে, কিন্তু এগুলো কেনো থাকে?

এ সমন্বে কি আমরা জানি? অনেকেই আছে যারা, জানে, কিন্তুু আমার মনে হয়, বেশির ভাগ মানুষই জানে না।

কখনো কি আমরা জানার চেষ্টা করছি,যে এই দাগ গুলো দেবার মুল রহস্য কি? অনেকেই হয়তো চেষ্টা করেছি, অনেকেই করি নাই,

আবার আমরা অনেকেই আছি, যারা মনে করি, বা আমার পোস্ট পড়ার সময় মনে করতেছেন, যে এই দাগ শুধু রাস্তার ডান বাম সাইড নির্ধারণ করার জন্য দেওয়া হয়েছে!

এটি কি সঠিক ব্যাখ্যা?

না এটা মোটেও অরজিনাল সঠিক ব্যাখ্যা নয়। তো আমরা, আজকে এ বিষয়ে পুরো ক্লিয়ার হয়ে যাবো। যে রাস্তার ভেতর কেনো এমন দাগ কাটা থাকে!

এবং, আজকে জানার পর,আমাদের আশেপাশের,লোকজন দের কেও এই প্রশ্ন টা করে আটকিয়ে দিতে পারবো, যারা এখনো এটি সমন্বে জানেনা।

সামারি’র কথা বলে, অলরেডি আমি ভাব সম্প্রসারণ লিখে ফেল্লাম! যাইহোক কেউ মন খারাপ করিয়েন না।

এখন চলে আসলাম মেইন পোস্টে,

 

Point: 01/ আচ্ছা নিচের এই ছবিটি লক্ষ্য করুন তো,

 

আমরা কিন্তু, এই দাগ টার সাথে সবচেয়ে বেশি পরিচিত, এটা এভাবে দেবার কারন হলো, অর্থাৎ মাঝে, মাঝে যদি এরকম কাটা কাটা সাদা দাগ থাকে, তাহলে মনে করবেন যে, আপনি ওভারটেক করতে পারবেন। শুধু মনে করলেই হবেনা। আপনাকে সব দিকে লক্ষ্য রাখতে হবে, যদি দেখেন, গাড়ি চলাচল নেই, তখনই আপনি টপকিয়ে অন্য পাশে চলে,আসতে পারবেন। তবে আবার ও বলছি সতর্কতা অবলম্বন করবেন।

২য় বিষয়ঃ আচ্ছা এখন নিচের এই ছবিটা খেয়াল করুন তো,

এমন দাগ ও কিন্তু আমরা দেখি, যদি আমরা এমন দেখি যে দাগ একটানা হয়ে আছে, কিন্তু মাঝাখানে কোনো কাটাকাটি নাই, যেমন টা এক নম্বর পয়েন্ট এ বল্লাম, যদি দেখেন, এরকম পুরো এক লাইন জুড়ে, এই লাইনটার মানে হলো, ঝুকিপূর্ণ।

এখানে আপনি চাইলে ১ নম্বর পয়েন্ট এর মত অভারটেক করার ক্ষমতা রাখেন না।

যদি চেষ্টা করেন, তবে আল্লাহ না করুক! দুর্ঘটনা ঘটে যাবার আশংকা অনেক।

 

৩য় বিষয়ঃ এখন এটা একটু দেখেন তো, এটার সাথে আমরা অনেকেঔ একটু অপরিচিত, তবে যারা শহরে থাকে,

তারা এমন রাস্তা দেখেছে, এবার জানবো এটা মুল কারন টা কি! যদি আমরা দেখি যে, দাগ ডাবল ভাবে দেওয়া আছে, তাহলে ভুলেও ওভারটেক করার চেষ্টা করবেন না।

 

Copyright img: Google

এটা বিপদজনক হতে পারে। যা উপরের গুলোর থেকে অনেক বিপজ্জনক। এবং সরকারি আইনেও এটি নিষেধ আছে।

মনে রাখবেন, একটি দুর্ঘটনা, সারা জীবনের কান্না।

ট্রিকবিডিতে এমন,পোস্ট দেখি নাই আমি, আর এটা সমন্বে আপনারা বিভিন্ন জায়গায় জানতে পারেন।

তবে আমার মনে হয়, আমি অনেক সহজেই ব্যাপার গুলো বোঝানোর চেষ্টা করেছি।

যাইহোক ভুল ত্রুটি হলে,ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

 

সবাই ভালো থাকবেন,

~আল্লাহ হাফেজ।

Exit mobile version