আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

আমরা সকলেই জানি বিশ্বের বুকে সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল।

পুরো বিশ্বজুড়ে গুগলের আধিপত্য রয়েছে। বিশ্বের সবচেয়ে বড় টেক জায়ান্ট হল গুগল। প্রতিবছর অনেক জ্ঞানী ব্যক্তিরা গুগল এ চাকরির সুযোগ পায়।

আমরা অনেকেই জানতে চাই তাদের বেতন কেমন হয়। কিন্তু এই সম্পর্কিত খুব একটা বেশি আলোচনা করা হয় না।

Google প্রায় প্রতি বছর তাদের কর্মকর্তা-কর্মচারীদের বেতন আপডেট করে থাকে। তো চলুন জেনে নেওয়া যাক ২০২৩ সালে গুগলের কর্মকর্তা-কর্মচারীদের বেতন সমূহ সম্পর্কে।

ইঞ্জিনিয়ার ডিরেক্টর

গুগলের একজন ইঞ্জিনিয়ার ডিরেক্টর এর বেতন হলো ২ লাখ ৮৩ হাজার ৫৯০ ডলার। যা বাংলাদেশী টাকায় কনভার্ট করলে তারাই প্রায় ২ কোটি ৪০ লক্ষ টাকা

তার কাজ হল প্রতিষ্ঠানের সকল প্রকৌশলিক বিষয়গুলো দেখে শুনে রাখা। সমস্ত খুঁটিনাটির ভুল ত্রুটি দেখে সেটাকে ঠিক করা।

গুগল তাদের সিকিউরিটি ,গেমিং ,মার্কেটিং সকল দিক দেখভাল করার জন্য একজন ইঞ্জিনিয়ার ডিরেক্টর নিয়োগ করে থাকে।

এই পথ পেতে হলে কমপক্ষে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হয়, এবং বিশেষ করে কোম্পানির সিনিয়র যারা রয়েছেন তারাই এসব পদগুলো পেয়ে থাকেন।

গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার

গুগলের গ্রুপ প্রোডাক্ট ম্যানেজারের বেতন হলো ২ লাখ ৫৩ হাজার ৯৯০ ডলার। যা বাংলাদেশী টাকায় কনভার্ট করলে দুই কোটি ৫৩ লাখ টাকার মত।

তারা মূলত ইঞ্জিনিয়ার ডিরেক্টর এর সহযোগী হিসেবে কাজ করে থাকেন এবং মার্কেটিং এবং এসইও বিষয়গুলোতে তারা বেশি জোর দেন।

গুগল পরিচালক

গুগলের ডাইরেক্টর বা গুগলের পরিচয় হোক এর বেতন হলো ২ লাখ ৭৫ হাজার ৫০০ ডলার। যেটিকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায়,, দুই কোটি নয় লাখ টাকা।

তিনি মূলত তার কোম্পানির দেখাশোনা করে থাকেন এবং নেতৃত্ব প্রদান করে থাকেন।

সিনিয়র স্টাফ সফটওয়্যার ম্যানেজার

গুগলের সিনিয়র স্টাফ সফটওয়্যার ম্যানেজারের বেতন ২ লাখ ৪২ হাজার ডলার। যা বাংলাদেশী টাকায় দাড়াই ২ কোটি পাঁচ লাখ টাকা।

বেতনের দিক দিয়ে তারা সব সময় বেশি টাকা পেয়ে থাকে কারণ তাদের বিভিন্ন সময় সফটওয়্যার আপডেট সহ নিত্য নতুন কার্যের জন্য নিয়োগ করা হয়।

মূলত তারাই গুগলের বিভিন্ন রকম আপডেট নিয়ে আসে এবং মানুষের কাছে সেটি ছড়িয়ে দেয়।

মার্কেটিং ডিরেক্টর

গুগলের মার্কেটিং ডিরেক্টর এর বেতন হলো ২ লাখ ৩৪ হাজার ৭৩১ ডলার যেটিকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়াচ্ছে এক কোটি ৯৯ লক্ষ টাকা।

মূলত তাদের কাজ হলো মার্কেটিং সেক্টরে কাজ করা এবং বিভিন্ন প্রেজেন্টেশন উপস্থাপন করা।

মূলত গুগলের অনেকগুলো সেক্টর রয়েছে সবগুলো একদিন আলোচনা করার সম্ভব না তাহলে আলোচনা শেষ হবে না।

উপরে উল্লেখিত আমি যেসব পথগুলো সম্পর্কে আলোচনা করলাম সবগুলো গুগলের শীর্ষস্থানীয় পদ। যেগুলোতে চাকরি পাওয়া ভাগ্যের ব্যাপার।

প্রতিবছর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সুযুক্ত বিষয় গুলতে জ্ঞানীগুণী ব্যক্তিরা গুগলে চাকরি পেয়ে থাকেন।

তো বন্ধুরা এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য trickbd এর সাথেই থাকুন।

যেকোনো প্রয়োজনে আমাকে পাবেন এই লিংকে

আমার ফেসবুক আইডি

8 thoughts on "গুগলে যারা চাকরি করে তাদের বেতন সম্পর্কে জেনে নিন!!"

  1. Muhammad Motiur Rahman Mizan SutonnyMJ Contributor says:
    রেফারেন্স কোথায়?
    1. Avatar photo MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      গুগল এর অফিসিয়াল পেজ থেকে বলে
  2. Avatar photo MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
    এই কমেন্ট এর সাথে আপনার কোনো মিল নেই
    1. Muhammad Motiur Rahman Mizan SutonnyMJ Contributor says:
      ফেইক নিউজ যে না, এইটা বিশ্বাস করার জন্যই তো আমরা রেফারেন্স চাইছিলাম যেটা আপনি দিতে পারেন নি। উলটা ফেইক না, ফেইক না বলে গেছেন শুধু!
  3. Avatar photo Tanvir Author says:
    Vai source page ar link den Amar bissas hose na ata fake Mone hoy
    1. Avatar photo MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      Fake কোনো নিউজঃ না

Leave a Reply