আসসালামু আলাইকুম ট্রিক বিডিতে সবাইকে স্বাগতম আমি অভি আছি আপনাদের সাথে।

সবাইকে জানাই রমজানুল মোবারক, রমজানের শুভেচ্ছা সবাইকে ?

আমরা সচরাচর প্রায় সকলেই আছি যারা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এর ফোন ব্যাবহার করে থাকি, বলতে গেলে এটি ছাড়া আমাদের দিনই খারাপ যায়।

আর বর্তমানে সব কিছুই অনলাইন সিস্টেম এর মধ্যে চলে আসছে তাই গ্রামীন থেকে শহর সব জায়গা তেই এই অ্যান্ড্রয়েড ফোন গুলোর বিচরণ।

সারাক্ষণ আমরা দেখা যায় ফোনে কোনো না কোনো কাজ করেছি, মেসেজ করা, ম্যাপ ব্যাবহার করা সহ আরো অনেক দরকারি কাজ করছি হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে।

অনেক ক্ষেত্রে কোনো অ্যাপ আপডেট বা অন্য কোনো ক্ষেত্রে ফোন আমাদের রিস্টার্ট করতে হয়। আবার অনেকেই বলেন ফোন রিবুট করলে নাকি ফোনের কার্যক্ষমতা বৃদ্ধি পায়।

তবে ফোন রিবুট এবং রিস্টার্ট করার অর্থ কি? এই দুটি কি একই জিনিস নাকি আলাদা? চলুন জেনে নেওয়া যাক ফোনের রিবুট ও রিস্টার্টের মধ্যে পার্থক্য-

রিবুট কি

মূলত রিবুট হলো কোনো ডিভাইস এর নির্দিষ্ট হার্ডওয়্যার গুলো যখন তার কার্যক্ষমতা করতে পারে না তখন সেটিকে পুনরায় আবার আগের অবস্থায় নিয়ে আসে।

ফোন যদি কারণ ছাড়াই হ্যাং করে বা কোনো অ্যাপস ঠিক মত কাজ করে না সেই সময় ফোনকে রিবুট করা উচিত। যাতে আবার আগের অবস্থায় ফিরে আসে।

যখনই কোনো ডিভাইস যেমন, ল্যাপটপ, পিসি, মোবাইল ফোন ঠিক মত কাজ করবে না সেই সময় সেটিকে রিবুট করা উত্তম বলে গণ্য করা হয়।

রিস্টার্ট কি

মূলত ফোন রিস্টার্ট করা এর মানে টা হলো ফোন কে বন্ধ করে আবারো নতুন করে চালু করা বোঝাই। এর ফলে কিছু সেটিংস এর পরিবর্তন করে ফোন কে চালু করা হয়।

যেমন দেখা যায় ফোনের সফটওয়্যার আপডেট যেমন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ১২থেকে ১৩তে করতে চাচ্ছেন তখন আপডেট করা হয় গেলে ফোন রিস্টার্ট করে খুলতে হয়।

ল্যাপটপ বা অন্যান্য ইলেকট্রনিক্স গ্যাজেটের ক্ষেত্রেও কোনো সফটওয়্যার আপডেটের পর সেটিকে রিস্টার্ট করতে বলা হয়।

মূলত রিস্টার্ট আর রিবুট এর মধ্যে পার্থক্য গুলো এইসব। অনেকেই আছেন ২ টি কে একই মনে করেন তাদের ধারণা ভুল ছিল।

এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য Trickbd এর সাথেই থাকুন

12 thoughts on "রিস্টার্ট এবং রিবুট এর মধ্যে পার্থক্য কি!! জেনে নিন বিস্তারিত"

  1. Avatar photo Suza Contributor says:
    Restart এবং Reboot একই জিনিস। এটা নিয়ে আর্টিকেল!!!
    1. Avatar photo MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      এক না
  2. Avatar photo Shu Yaib Contributor says:
    Pagla*choda houle kew amn type article lekhe…
  3. Avatar photo Shu Yaib Contributor says:
    B*****da hoike kew amn article lekhe…
    1. Avatar photo MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      ?
  4. paradoxical sazid paradoxical_sazid Contributor says:
    আমার একটা ফোনে রিস্টার্ট অপশন আছে, রিবুট অপশন নাই। এই ফোন রিবুট করবো কিভাবে?
    আরেক ফোনে রিবুট অপশন আছে, রিস্টার্ট অপশন নাই। এই ফোন রিস্টার্ট করবো কিভাবে?
    1. Avatar photo MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      কিছু কিছু ফোনের সিস্টেম আলাদা ভাই
  5. Avatar photo Suza Contributor says:
    পোস্ট দাতার মাথা ঠিক নাই।
    1. Avatar photo Suza Contributor says:
      Ovi ভাই!
      সিস্টেম আলাদা ঠিক আছে
      কিন্তু একই মোবাইলে restart আর reboot অপশন থাকেনা কেন?
    2. Avatar photo MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      দুঃখিত এটা জানি না ভাইজান
  6. Avatar photo Suza Contributor says:
    কারণ দুইটাই একই জিনিস!!

Leave a Reply