আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন!

আজকের পোস্ট এ দেখাবো যে কিভাবে আমরা ফেসবুকে নিউজ ফিডে নোংরা ছবি বন্ধ আসা করব!

অনেক সময় দেখা যায় যে আমরা যখন ফোনের ভেতর ফেসবুকে স্ক্রল ডাউন করি হঠাৎ করে ১৮ প্লাস ছবি নোংরা অ্যাডাল্ট ফটো ভিডিও শো করে!

তো অনেকে যারা এটা সমন্ধে জানেনা, যে কিভাবে এগুলো নিউজ পেটে আসা বন্ধ করতে হয়?

যারা এটা বন্ধ করতে চায়,

কিভাবে এটা বন্ধ করবেন, সেটি আজকের পোস্টে দেখাবো!

আর সব থেকে বড় কথা যার আগে থেকে জানেন তারা পোস্ট টাকে ইগনোর করতে পারেন!

চলে আসলাম মুল পোস্টে।

ছবি


প্রথমে আপনার ফেসবুকের মেনুতে যাবেন তারপর সেটিংস অ্যান্ড প্রাইভিসে অপ্সানে ক্লিক করবেন!

ছবি

এরপর আবার সেটিংস অপশনে ক্লিক করবেন

ছবি

এরপর আবার উপরে দেখানো নিউজ ফিড অপশনে ক্লিক করবেন

ছবি

এরপর Reduce অপশনে ক্লিক করবেন

ছবি

তারপর সেনসিটিভ কন্টেন্ট অপশন এ ক্লিক করবেন!

ছবি

এরপর Reduce More এখানে ক্লিক করবেন

ছবি

উপরে দেখানো সবগুলো নিয়ম ফলো করার পর নিচে দেখতে পারবেন” ওকে” বলে একটা অপশন আছে!

এখানে ক্লিক করে দেবেন তারপর আপনার কাজ শেষ!

এখন থেকে আর আপনার সামনে কোনো প্রকার খারাপ ছবি ভিডিও পোস্ট আসবে না!

পোস্টটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর কোথাও বুঝতে সমস্যা হলে জানাবেন, আমি বুঝিয়ে দেব!

হ্যাকিং, বাগ বাউন্টি, বিভিন্ন টিপস এন্ড ট্রিকস, এন্ড্রয়েড অ্যাপস সহ সকল প্রিমিয়াম এপস এবং যাবতীয় প্রযুক্তি ইন্টারনেট বিষয়ে ইনফরমেশন পেতে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ক্লিক করতে পারেন।

যারা পুরো পোস্ট টি পড়েছেন তাদের সবাইকে ধন্যবাদ!

13 thoughts on "খুব সহজেই ফেসবুকের নিউজ-ফিডে আসা ১৮+ নোংরা, অশ্লীল ছবি, ভিডিও আসা বন্ধ করবেন যেভাবে!"

  1. R Masud Contributor says:
    আপনাকে অসংখ্য ধন্যবাদ
  2. Fahim N Rifat Contributor says:
    donnobad vai, fb soft por* hoye jaitese short err jonno, ekhon temon use kori nah…
  3. trickmyway Contributor says:
    agei korci 2% working ?mane ageer motoi…
  4. Mahbubur Rahman Raju Contributor says:
    eta ki sotti e kaj kore
  5. Sanot Roy Contributor says:
    এই কাওরামি পোস্ট আর কত বার দেখতে হবে বুঝলাম নাতো ?
    ভাবলাম নতুন নিয়ম এবং কাজের পদ্ধতি হবে হয়তো তাই দেখতে আসলাম ওমা এসে দেখি একি কাউরামি ভাই…………কাজ করলে নাহয় বার বার পোস্ট করা যায় যদিও নিয়ম নেই।
    1. Shofikul Islam Author Post Creator says:
      @Sanot Roy আমি কি ফেসবুকের ডেভলপার নাকি ভাই? যে নতুন অপশনে বানিয়ে আপনার কাছে শেয়ার করবো?

      ফেসবুকের এলগারিদম যদি বুঝে যে আপনার চরিত্রের সমস্যা আছে। তখন এই অপশন অফ করলেও কাজ করবেনা।?

      এটা স্বাভাবিক। কারন এলগরিদম খেয়াল করে কেমন পোস্টে লাইক, কমেন্ট, শেয়ার করেন, আপনার ইন্টারেস্ট কেমন! অথবা ব্রাউজারে কি সার্চ করেন, ফেসবুক এই ডাটা গুলো কালেক্ট করে সেই অনুযায়ী পোস্ট সাজেস্ট করে।

  6. Sanot Roy Contributor says:
    হুম্ বেটা সব বুঝলাম তোমার কথা কিন্তু তোমাকে একই পোস্ট ট্রিকবিডিতে বার বার করার রাইট দিল কে?
    আর তোমার চরিত্র এতই মধুর যে তোমার এই পদ্ধতি প্রয়োগ করতে হয়েছে এবং পদ্ধতিটি তোমার কাজে আসসে আর এজন্যই তুমি পোস্ট করেছো ট্রিকবিডির নিতিমালা অনুযায়ী আমি এটা বলতেই পারি………… তা একটা সত্য কথা বলোতো ভাডি তোমার কি একটুও কাজে আসছে উক্ত পদ্ধতিটি?
    নাকি কথাও থেকে দেখছো মেথডটা নিজের কাজে আসছে কিনা তা যাচাই বাচাই না করেই পোস্ট করে সেরে ফেলার কাজ সেরে ফেলছো আগে এ পোস্ট করা হইছে কিনা তার দেখার টাইম পাওনি!
    1. Shofikul Islam Author Post Creator says:
      @Sanot Roy পোস্ট দিয়ে আপনার কোথায় হিট করছি? যে এত জ্বলতেছে, পোস্ট করে অপকার তো আর হচ্ছে না! বরং উপকারই হচ্ছে। উপরে আরোও যারা কমেন্ট করছে, সেগুলো চোখে পড়ে না। ওনারা উল্টো ধন্যবাদ দিচ্ছে। তার মানে তারা আগে যত পোস্ট ছিলো, সেগুলো দেখে নাই জানে নাই! আমি পোস্ট করছি, আমার পোস্ট দেখে জানছে, এবং সেজন্য আমাকে ধন্যবাদ জানাইছে, পোস্টের শুরুতেই না বলছি যে, যারা জানেন তারা ইগনোর করেন।

      এত পটর পটর না করে, পোস্টের নিচে রিপোর্ট অপশন আছে, ওইখানে ক্লিক করে আমার পোস্টে রিপোর্ট করেন, ট্রিকবিডির এডমিন গন আমার পোস্ট রিভিউ করে দেখবো। নীতিমালা বহির্ভূত হলে, তারা ব্যাবস্হা নিবে।

      আপনাদের মত লোকের কাজ নাই! হুদাই পেচাল পারতে আসেন!

      আর ভাই, সব থেকে সত্যি কথা, এটা আমার ১০০% কাজে আসছে। বিশ্বাস না হলে টেলিগ্রাম এ মেসেজ দেন, আমার News Feed Scroll করে Screen Record করে পাঠিয়ে দেবোনে।

  7. Abdul Quader Zilani Contributor says:
    ফেসবুক আপনার এক্টিভিটি ট্রাক করেই তাদের বুস্ট করা ভিডিও পিক বা অ্যাড চালায় । তাই এইসব বাদ দিয়ে ভালো হওয়ার চেষ্টা করুন ।আর ভাবিয়েন নাহ যে । শুধু ফেসবুক তাদের সার্চ টুকু ট্রাক করে আপনার সবকিছুই ফেচবুক ট্রাক করেই আপনার সামনে এইসব নিয়ে আসে ।
  8. Babucool Contributor says:
    ধন্যবাদ ভাই
  9. Naim Islam Contributor says:
    “Plan Your Next Mexico Vacation – The Adventure Awaits!”
    ট্রিকবিডির এই বাজে Ads টা বন্ধ করা যাবে না?
    1. Nimon Contributor says:
      brave browser use koren.

Leave a Reply