মোবাইল ফোনের সিম কার্ড নিবন্ধন বা পুনর্নিবন্ধনের জন্য তৈরি ‘সিম রেজিস্ট্রেশন বাংলাদেশ’ নামের মোবাইল ফোন অ্যাপ গুগল প্লেস্টোরের শীর্ষ তালিকায় স্থান পেয়েছে। বাংলাদেশ থেকে অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোনের জন্য বিনা মূল্যের যে অ্যাপগুলো বেশি নামানো হচ্ছে, সে তালিকায় ৮ নম্বরে আছে দেশি এই অ্যাপটি। এই অ্যাপের মাধ্যমে সহজে এসএমএস করে সিম নিবন্ধন করা যাচ্ছে। এমন আরও একটি অ্যাপেও এ কাজ করা যাচ্ছে। অ্যাপটি হলো হাইফাই পাবলিক।
http://bit.ly/simregbd
) নামের এই অ্যাপ। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আরিফ িনজামী প্রথম আলোকে বলেন, একজন গ্রাহক যেন খুব সহজেই তাঁর সিমের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে পারেন, সে উদ্দেশ্যেই অ্যাপটি তৈরি করা হয়েছে। সরকার চাইলে অ্যাপটির আরও উন্নয়ন সম্ভব। এ অ্যাপের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ ও পুরো নাম লিখে নিবন্ধন করলেই তথ্যগুলো ১৬০০ নম্বরে চলে যাবে। নিবন্ধন সফলভাবে হলে ফিরতি এসএমএসে নিশ্চয়তা বার্তা পাবেন ব্যবহারকারী।
হাইফাই পাবলিক নিজেদের অ্যাপে একই রকম সুবিধা চালু করেছে। অ্যাপটি পাওয়া যাবে
ঠিকানায়।