আমরা দেখে অভ্যস্ত।
বরফ কাটতে কাটতে এগিয়ে
যাচ্ছে ট্রেন এমনটি হয়তো
অনেকে ভাবতেই পারনে না।
কিন্তু কী আর করা! বরফের
রাজ্যে চলতে হলে সেই দক্ষতা
তো থাকতেই হবে। কারণ বেশি
বন্ধ হয়ে যায়।
কিন্তু বার্লিংটন নর্থদার্ন
রেলওয়ে সেই বাধা ডিঙিয়ে
দেখিয়েছে। কয়েক মিটার পুরু
বরফের মধ্যে দিয়ে ট্রেন
চালিয়ে দেখাল এই কোম্পানি।
পুরু বরফের ওপর দিয়ে দেখতেও
পাওয়া যাচ্ছে না লাইন। কিন্তু
তার ওপর দিয়েই গন্তব্যে যাচ্ছে
ট্রেন।
দেখে নিন ভিডিও:
আমার পোস্ট থেকে সামান্য উপকৃত হলে আমার ফ্যান হয়ে যান Fb page & web site