হয়ত সে দিন আর দেরি নেই।
মঙ্গলগ্রহের বায়ুমণ্ডল একসময় ছিল উষ্ণ আর
ভেজা। যা ছিল প্রাণ ধারণের একেবারে
উপযোগী। কিন্তু প্রাণের সেই সম্ভাবনা
কেড়ে নিয়েছে শক্তিশালী এক সৌরঝড়।
আর একারণেই এক সময়কার উষ্ণ আর ভেজা
মঙ্গলের চারপাশ আজ হয়ে পড়েছে শুষ্ক আর
শীতল, বলছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা
সংস্থা নাসার বিজ্ঞানীরা।
মঙ্গলের বায়ুমন্ডল ও বিবর্তন নিয়ে শুরু করা নাসার
মাভেন মিশন থেকে প্রথম এ তথ্য বেরিয়ে
এসেছে। মাভেন স্যাটেলাইট নিয়ে কাজ করা
গবেষকদের প্রথম বড় ধরনের সাফল্য এটি।
লাল গ্রহটিতে সূর্যরশ্মির প্রভাবে কিভাবে
বায়ুমন্ডলে পরিবর্তন ঘটেছে গবেষকরা সেটিই
গবেষণায়।
আর এতেই দেখা গেছে, সৌর ঝড়ের
কারণে কিভাবে মঙ্গলগ্রহ বায়ুমন্ডলের ঘনত্ব
হারিয়ে আজকের অবস্থায় পৌঁছেছে। সৌর ঝড়ের
দাপটে মঙ্গলের পুরু বায়ু স্তর আস্তে আস্তে
পাতলা হয়েছে।
গবেষকরা হিসাব করে দেখেছেন, সৌরবায়ু প্রতি
সেকেন্ডে ১০০ গ্রাম হারে মঙ্গলের গ্যাস
শুষে নিয়েছে।
বিষয়টি ব্যাখ্যা করে কলোরাডো বিশ্ববিদ্যালয়ের
মাভেন মিশনের প্রধান ব্রুস জাকোস্কি
বলেন,“কোনও সিন্দুক থেকে চোর যেমন
প্রতিদিন একটি একটি করে মুদ্রা চুরি করে, ঠিক
তেমনই সৌরবায়ু দিনে দিনে কেড়েছে মঙ্গলের
বায়ুর ঘনত্ব।”
তিনি আরও বলেন, “বায়ুমন্ডলের ঘনত্ব কমে যাওয়ার
হার অনেক বেশি লক্ষ্য করা গেছে সৌরঝড়ের
সময়। আর এ হার অনেক বেশি ছিল কোটি কোটি
বছর আগে, যখন সূর্য ছিল আরও বেশি
কিন্তু এবছরও গত মার্চ মাসে নাটকীয়ভাবে একের
পর এক আরও সৌরঝড়ের মুখে পড়েছে মঙ্গল।
এতে গ্রহটির বায়ুমন্ডল দ্রুত ক্ষয়ে গেছে। আর
তখনই বিজ্ঞানীরা বুঝতে পেরেছেন কিভাবে
এই ঝড় প্রভাব ফেলছে গ্রহটির বায়ুমণ্ডলে।
পোষ্টটি ভালো লাগলে বা নিচের ছবিতে বর্ণিত কোন সার্ভিস প্রয়োজন হলে আমাকে মেসেজ করতে পারেন।
ফেসবুকে : মোহাম্মদ আব্দুল্লাহ খান
ধন্যবাদ।