Site icon Trickbd.com

Google এর ১৬টি অসাধারণ সেবা যা কিনা অনেকেই জানি না

Unnamed

Google আমাদের অতি পরিচিত একটি সার্চ ইঞ্জিন হিসেবে জানি। পক্ষান্তরে গুগলের কে শুধু ইন্টারনেটের দুনিয়ায় সার্চ ইঞ্জিন বললে কমা বলা হবে। বর্তমান বিশ্বের ইন্টারনেট জায়ান্ট গুগলের অনেক সেবা আছে, যা আমাদের জানা নেই। এ লেখায় থাকছে সে ধরনের ১৬টি সেবা।

গুগলের সবা গুলি হল-
নোট ও রিমাইন্ডার রাখার জন্য গুগলের একটি অ্যাপ রয়েছে, যার নাম ‘গুগল কিপ।’ এটি ডেস্কটপ ও স্মার্টফোনে কাজ করে।

গুগলে আপনি টাইমার তৈরি করতে পারবেন। এজন্য সময় ও তার পর টাইমার কথাটি লিখলেই হবে। সময় শেষ হলে তা আপনাকে শব্দ করেও জানিয়ে দেবে।

হাবল টেলিস্কোপ থেকে পাওয়া মহাকাশের ছবিগুলো পাওয়া যাবে গুগলে। ব্রাউজারে Google.com / sky টাইপ করে বিস্তারিত জেনে নিন।
গুগল এনগ্রামস ব্যবহার করে ৫.২ মিলিয়ন বই থেকে ১৫০০ সাল থেকে ২০০৮ পর্যন্ত সময়ে কোনো শব্দের ব্যবহার জানা যাবে।
বড় একটি সংখ্যা নিয়ে বিপর্যস্ত? সংখ্যাটি কথায় লিখতে চান? গুগলে সংখ্যাটি লিখে =ইংলিশ টাইপ করুন।
গুগল ট্রান্সলেটের ম্যানুয়াল নামে একটি ফিচার ব্যবহার করে চীনা ভাষার মতো কঠিন শব্দগুলোর অনুবাদ পাওয়া সম্ভব।

গুগল ইনপুট টুলস ব্যবহার করে ৮০টিরও বেশি ভাষায় টাইপ করা সম্ভব।
মনের মতো ফন্ট খুঁজে বের করারও ব্যবস্থা রয়েছে গুগলে। এজন্য টাইপ করুন Google.com / fonts.
গুগল স্কলার ব্যবহার করে জার্নাল ও গবেষণাপত্র বের করা এখন অনেক সহজ হয়ে গিয়েছে।
গুগল আর্ট প্রজেক্ট ব্যবহার করে বিশ্বের বড় সব জাদুঘরের বিখ্যাত ছবিগুলোর হাই রেজুলিশন ভার্সন পাওয়া সম্ভব।
বিয়ে করতে গেলেও গুগলের সাহায্য নেওয়া যায়। আর এজন্য রয়েছে গুগলের নানা ব্যবস্থা।
গুগলের ‘থিংক ইনসাইটস’ হলো কোনো একটি ইন্ডাস্ট্রির বিস্তারিত জানার টুল।
কোনো একটি নির্দিষ্ট সময়ে মানুষের আগ্রহের বিষয়বস্তু জানতে চান? গুগল ট্রেন্ডস ব্যবহার করে সার্চকৃত বিষয়গুলো জেনে নিন।
বিভিন্ন সময়ে সার্চের টার্মগুলোর পরিবর্তন জানতে পারবেন গুগলে।
গুগল এক্সপ্রেস নামে একটি সার্ভিসের মাধ্যমে ব্যবহারকারীর বাড়িতেই পৌঁছানো হচ্ছে খাবার, ইলেক্ট্রনিক্স, বই ও অন্যান্য সামগ্রী। তবে তা এখন শুধু যুক্তরাষ্ট্রের শিকাগো, বোস্টন, ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক শহর ও ক্যালিফোর্নিয়ার কিছু অংশে চালু হয়েছে।
গুগল ম্যাপের নির্দিষ্ট স্থানে আপনার তোলা ছবি যোগ করা সম্ভব, যা অন্যরা ক্লিক করে দেখতে পাবে।
এ ধরনের যে কোনো সার্ভিস বিষয়ে বিস্তারিত পাওয়া যাবে গুগল সার্চ ইঞ্জিনে সার্চ করলেই। ধন্যবাদ।
[তথ্য সুত্র- বিজনেস ইনসাইডার]
Exit mobile version