Site icon Trickbd.com

বিকল্প পথে ফেসবুক ব্যবহারকারীরা নজরদারিতে: তারানা হালিম

Unnamed

BTRC
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের
প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন,
ফেসবুকসহ কয়েকটা অ্যাপস সরকার বন্ধ
রেখেছে। যারা বিকল্প পথে এগুলোতে
প্রবেশ করছেন তারা সরকারের
নজরদারিতে আছেন। শনিবার সকালে
রাজধানীর ওয়েস্টিন হোটেলে বাংলা
ট্রিবিউনের সঙ্গে একান্ত আলাপকালে
তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘ট্রাফিক কম হলে

মনিটর করা সহজ হয়। ফলে আমরা সহজে
বুঝতে পারছি কারা কোথায় কী করছে।
এজন্য আমরা ফেসবুক এবং কিছু অ্যাপস বন্ধ
রেখে মনিটর করছি।’
দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সবাইকে
কিছুদিন এসব ব্যবহার বন্ধ রাখার আহ্বান
জানান তিনি। শিক্ষার্থীদের বলেন,
‘তোমাদের সমস্যা হচ্ছে জানি। কিন্তু
জনস্বার্থে এ সাময়িক ভোগান্তি
আমাদের দীর্ঘ মেয়াদে সুরক্ষা দেবে।’
মোবাইল হ্যান্ডসেট এবং এ বিষয়ক
নিরাপত্তা নিয়ে টিআরএনবি আয়োজিত
গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের
প্রতিমন্ত্রী তারানা হালিম। বিশেষ
অতিথি ছিলেন বিটিআরসি’র চেয়ারম্যান
ড. শাহজাহান মাহমুদ।