স্মার্টফোনের জন্য আইডেন্টিটি রেজিস্টার সফটওয়্যার ‘কমিউনিকেশন ইগল’ বাজারে এনেছে ওরাকল। স্মার্টফোন চুরিরোধে আইএমইআই কোড ব্লক করে দেওয়ার মাধ্যমে এ পদ্ধতি বিশ্বব্যাপী কাজ করবে।
ওরাকল কর্তৃপক্ষ জানিয়েছে, সেন্ট্রাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার বা সিআইইআরতে বিশ্বের সব কালো তালিকাভুক্ত মোবাইল বা ইলেকট্রনিকস ডিভাইসগুলো রেজিস্ট্রার করা থাকে। এই কেন্দ্রীয় রেজিস্টার আন্তজাতিক জিএসএমএ কর্তৃক পরিচালিত হয়। ওরাকলের নতুন এই সফটওয়্যারের মাধ্যমে কমিউনিকেশন সার্ভিস প্রোভাইডার (সিএসপি) প্রতিষ্ঠানসমূহ সহজেই এই কেন্দ্রীয় ডেটাবেইজে তাদের গ্রাহকদের তথ্য সংযুক্ত করতে পারবে।