প্রশ্ন ও উত্তর পর্ব -১
আমরা সকলেই কমবেশি ইন্টারনেটে সময় ব্যায় করি, কিন্তু কে ইন্টারনেট আবিস্কার করলো, WWW কে কি বলে ? ফেসবুক এর মালিক কে ? সর্ব প্রথম ডোমেন এর নাম কি? ইত্যাদি ইত্যাদি প্রশ্নের উত্তর অনেকেরই অজানা। তাই আজ আমি এই পোস্টে কিছু গুরুত্ব পূর্ণ প্রশ্ন ও উত্তর তুলে ধরলাম ।
গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর গুলি হল-
প্রশ্ন- ১৷ বিশ্বে ইন্টারনেট চালু হয় কখন?
উত্তরঃ- ১৯৬৯ সালে।
প্রশ্ন- ২৷ বাংলাদেশে ইন্টারনেট চালু হয় কখন?
উত্তরঃ- ১৯৯৬ সালে।
প্রশ্ন- ৩৷ ইন্টারনেটের জনক কে?
উত্তরঃ-ভিনটন জি কার্ফ।
প্রশ্ন- ৪৷ WWW এর অর্থ কি?
উত্তরঃ-World Wide Web.
প্রশ্ন- ৫৷ WWW এর জনক কে?
উত্তরঃ- টিম বার্নাস লি ।
প্রশ্ন- ৬৷ ই-মেইল এর জনক কে?
উত্তরঃ-রে টমলি সন।
প্রশ্ন- ৭৷ ইন্টারনেট সার্চইঞ্জিনের জনক কে?
উত্তরঃ-এলান এমটাজ।
প্রশ্ন- ৮৷ Internet Corporation For Assiged Names And Number– ICANN এর প্রতিষ্টা কবে?
উত্তরঃ- ১৮ সেপ্টেম্বর ১৯৮৮ সালে(সদর দপ্তর ক্যালিফোর্নিয়)
প্রশ্ন- ৯৷ ইন্টারনেট জগতের প্রথম ডোমেইনের নাম কি?
উত্তরঃ- ডট কম।
প্রশ্ন- ১০৷ কম্পিউটার নির্মাতা প্রতিষ্টান সিম্বোলিকস ইন্টারনেট জগতের প্রথম ডোমেইন ডট কম রেজিস্ট্রেশন করে কবে?
উত্তরঃ- ১৫ মার্চ ১৯৮৫ সালে।
উত্তরঃ- প্রথম-চীন,দ্বিতীয় যুক্তরাষ্ট্র
প্রশ্ন- ১২৷ বহু জনপ্রিয় ওয়েব ব্রাউজার(Web Browser) কি কি?
উত্তরঃ-Opera, Mozilla,Internet Explorer, Rock Melt,Google Chromr.
প্রশ্ন- ১৩৷ বিখ্যাত সার্চ ইঞ্জিন Google এর প্রতিষ্টাতা কে?
উত্তরঃ-সার্জে এম বেরিন ও লেরি পেজ।
প্রশ্ন- ১৪৷ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট কি কি?
উত্তরঃ-Twitter, Facebook, Diaspora,MySpace,Orkut.
প্রশ্ন- ১৫৷ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট টুইটারের কবে প্রতিষ্টিত হয় ?
উত্তরঃ-২০০৬ সালে।
প্রশ্ন- ১৬৷ টুইটারের প্রতিষ্টাতা কে?
উত্তরঃ-জ্যাক উর্সে ,ইভান উইলিয়াম, বিজ স্টোর্ন ।
প্রশ্ন- ১৭৷ ফেসবুকের প্রতিষ্টাতা কে?
উত্তরঃ-মার্ক জুকারবার্গ, ক্রিস হেগস,ডাসটিন মোক্রোভিজ,এডুয়ার্জে সাভেরিনা
প্রশ্ন- ১৮৷ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট ফেসবুকের কবে প্রতিষ্টিত হয়?
উত্তরঃ-২০০৪ সালে।
প্রশ্ন- ১৯৷ ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা পদ্ধিতিকে কি বলে?
উত্তরঃ- টেলি মেডিসিন।
প্রশ্ন- ২০৷ উইকিপিডিয়া কি?
উত্তরঃ-অনলাইনভিত্তিক ফ্রি বিশ্বকোষ।
প্রশ্ন- ২১৷ উইকিপিডিয়া কে প্রতিষ্টা কে?
উত্তরঃ- জিমি ওয়েলস(যুক্তরাষ্ট)
প্রশ্ন- ২২৷ উইকিপিডিয়া কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ- ২০০১ সালে ।
প্রশ্ন- ২৩৷ উইকিপিডিয়া ফাউন্ডেশন কি?
উত্তরঃ-অনলাইনভিত্তিক বিশ্বকোশ উইকিপিডিয়ার মালিক প্রতিষ্টান
প্রশ্ন- ২৪৷ উইকিলিকস(wikileaks) কি?
প্রশ্ন- ২৫৷ উইকিলিকস(Wikileaks) এর কাজ কি?
উত্তরঃ- বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের গুরুত্বপূর্ন এমন একটি গোপন সংবাদ সংগ্রহ করে প্রকাশ করা ।
প্রশ্ন- ২৬৷ উইকিলিকস(Wikileaks) কে প্রতিষ্টা করেন?
উত্তরঃ-জুলিয়ান আসেঞ্জ(অস্ট্রেলিয়া)
প্রশ্ন- ২৭৷ বিশ্বে প্রথম ইন্টারনেট নেটওয়ার্কিংয়ের নাম কি?
উত্তরঃ- ARPANET(Advanced Research Projects Agency Network)
প্রশ্ন- ২৮৷ ফ্লিকার কি?
উত্তরঃ-ছবি শেয়ারিং সাইট Flickr.
প্রশ্ন- ২৯৷ ইউটউব কি?
উত্তরঃ- ভিডিও শেয়ারিং সাইট YouTube.
প্রশ্ন- ৩০৷ YouTube এর প্রতিষ্টাতা কে?
উত্তরঃ-স্টিভ চ্যান, জাভেদ করিম ।
প্রশ্ন- ৩১৷ স্প্যাম কি?
উত্তরঃ-অনাকাঙ্কিত ই-মেইল
পরবর্তী পোস্টে আরও একগুছ প্রশ্ন নিয়ে হাজির হবো। সঙ্গে থাকুন ধন্যবাদ।