Site icon Trickbd.com

ফেইসবুক বন্ধ: প্রয়োজন মানছে না বাধা

Unnamed

রাহেনূর ইসলাম স্বাধীন, আউটোর, ট্রিকবিডি: দেশে ফেইসবুক,
হোয়াটসঅ্যাপ , ভাইবারসহ জনপ্রিয় বিভিন্ন
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্লক
রয়েছে কয়েকদিন ধরে। কিন্তু কারও নেশা
আবার কারও পেশার প্রয়োজনে ব্লক
এড়িয়ে এসব মাধ্যমগুলোতে নিজেদের
উপস্থিতির জানান দিচ্ছেন অনেকেই। শুরুতে
এই ব্যবহার সীমিত থাকলেও প্রতিদিন
ব্যবহারকারীদের উপস্থিতি বেড়েই
চলেছে।
এফ-কমার্স হিসেবে পরিচিত ফেইসবুক নির্ভর

ব্যবসায়িক উদ্যোগগুলো শুরুতে থমকে
গেলেও দুদিন না যেতেই নিজেদের
পেইজগুলো সচল করতে শুরু করেছে।
অন্যদিকে অনেকটা ফেইসবুক
মার্কেটিংয়ের ওপর নির্ভরশীল ই-কমার্স
প্রতিষ্ঠানগুলোও তাদের পণ্যের প্রচার-
প্রচারণায় ফেইসবুকে সরব হয়েছে।
হালনাগাদ রয়েছে দেশের শীর্ষ গণমাধ্যম
প্রতিষ্ঠানসহ অধিকাংশ গণমাধ্যমগুলোরও
ফেইসবুক পেইজও। পাঠকের ওয়ালে সংবাদ
পৌঁছে দিতে পেইজগুলো থেমে থাকেনি
একদিনও। প্রথম আলো, বিডিনিউজ
টোয়েন্টিফোর ডটকম, বাংলানিউজ,
বাংলামেইল, অর্থসূচকের পেইজে সংবাদ
পোস্ট হচ্ছে নিয়মিত।
দমে থাকেননি সাধারণ ব্যবহারকারীরাও।
ফেইসবুকে নিজের উপস্থিতি জানান দিতে না
পেরে যেন দম বন্ধ হয়ে আসছিল তাদের।
টর বা বিভিন্ন প্রক্সি সার্ভারের মাধ্যমে তারাও
আসতে শুরু করেছেন ফেইসবুকে।