Site icon Trickbd.com

‘ফেসবুক আপাতত খুলা হচ্ছে না’

Unnamed

ফেসবুক কর্তৃপক্ষের
সঙ্গে সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর
বৈঠক ফলপ্রসু হয়নি, তাই ফেসবুক আপাতত খুলছে
না। তবে উভয়পক্ষের মধ্যে আলোচনা
সাপেক্ষে দ্রুত এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে
বলে জানিয়েছে বৈঠক সূত্র।


জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক
কর্তৃপক্ষের সঙ্গে সরকারের তিন মন্ত্রীর
বৈঠক শেষ হয়েছে। বৈঠকে মন্ত্রীরা
নিরাপত্তাসংক্রান্ত বিষয়গুলো ফেসবুক
কর্তৃপক্ষের কাছে তুলে ধরেন। জবাবে যথাযথ
ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ফেসবুক
কর্তৃপক্ষ।
রোববার সকাল সাড়ে ১০টায় ফেসবুক
কর্তৃপক্ষের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেন
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, ডাক ও
টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য
ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ
আহমেদ পলক।
অপরদিকে ফেসবুক কর্তৃপক্ষের পক্ষে
প্রতিষ্ঠানটির দক্ষিণ এশিয়ার পাবলিক পলিসি ম্যানেজার
দিপালী লিবারহান ও লিগ্যাল কনসালট্যান্ট বিক্রম
লাংঘে বৈঠকে অংশ নেন।
তবে ফেসবুকের দুই কর্মকর্তার সঙ্গে
বৈঠকের পর সাংবাদিকদের কাছে ‘আলোচনা
ফলপ্রসূ’ দাবি করলেও বাংলাদেশে সামাজিক
যোগাযোগের এই ওয়েবসাইট কবে নাগাদ
খুলতে পারে সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
অাজ দুপুর সাড়ে ১২টার দিকে বৈঠক শেষে
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল
সাংবাদিকদের বলেন, ‘বৈঠকে আমরা ফেসবুক
কর্তৃপক্ষের সঙ্গে আমাদের দেশের
নিরাপত্তাসংক্রান্ত কিছু বিষয় তুলে ধরেছি,
যেগুলো আমাদের কাছে হুমকিস্বরূপ মনে
হয়েছে। আমরা তাদের বিষয়গুলো বোঝাতে
সক্ষম হয়েছি। তারা বিষয়গুলো নিয়ে যথাযথ
ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।’
‘ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যে আলোচনা
হয়েছে সেগুলো নিয়ে এখন আমরা নিজেরা
আলোচনায় বসব। তারপরই ফেসবুক খুলে
দেওয়ার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেব’, বলে
জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
গত ৩০ নভেম্বর তারানা হালিম ফেসবুক
কর্তৃপক্ষের কাছে এর অপব্যবহার নিয়ে একটি ই-
মেইল পাঠান। এর পরের দিনই ফেসবুক কর্তৃপক্ষ
বৈঠকে বসার আহ্বানে সাড়া দিয়ে ই-মেইল পাঠায়।
ই-মেইলে বাংলাদেশে ফেসবুকের
ব্যবহারকারী তিন কোটি। এর সুনাম রক্ষায়
ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসার
ব্যাপারে বিবেচনা করা উচিত বলে উল্লেখ করা
হয়।
Exit mobile version