মাত্র ৫ ডলারে মিলছে আস্ত
একটা কম্পিউটার। যেটিতে
কম্পিউটারের পুরো সুবিধাই
মিলবে। তবে এতে নেই কোনো ডিসপ্লে।
এই ডিভাইসটির সঙ্গে বাড়তি
ডিসপ্লে যোগ করে পুরোদস্তুর
কম্পিউটার হিসেবে কাজে
লাগানো যাবে। ৫ ডলারের কম্পিউটারটি
বাজারে এনেছে রাসবেরি পাই।
ভ্যাট এবং ট্যাক্সবাদে
বাংলাদেশি টাকায় এটির মূল্য
প্রোগ্রামের সমন্বয়ে এই
কম্পিউটিং বোর্ডটি বানিয়েছে।
এটির মডেলের নাম রাশবেরি
পাই জিরো। এতে রয়েছে ১
গিগাহার্জের এআরএম১১ কোর প্রসেসর, ৫১২ এমবি র্যাম,
মাইক্রো এসডি কার্ড স্লট, একটি
মিনি এইচডিএমআই সকেট। এই সকেটের মাধ্যমে ১০৮০
পিক্সেলের ভিডিও চালানো
যাবে। এই ডিভাইসটির নামে
জিরো ব্যবহার করা হয়েছে এর
সুপার স্লিম এবং ক্ষুদ্র সাইজের
জন্য। এটি একটি ক্রেডিট কার্ডের চেয়ে ৪০শতাংশ ছোট। এটি লিনাক্সের বিশেষ
অপারেটিং সিস্টেম রাসবিয়ান
দিয়ে চলবে। এই কম্পিউটার
ইথারনেট পোর্ট নেই। যে কোন
এইচডিএমআই সংযুক্ত ডিসপ্লের সঙ্গে সংযুক্ত করলেই
কম্পিউটারের সুবিধা এই বোর্ড
থেকেই পাওয়া যাবে।