Site icon Trickbd.com

কম্পিউটার বন্ধ হবে স্বয়ংক্রিয়ভাবে

Unnamed

ইন্টারনেট থেকে বড় আকারের
কোনো ফাইল নামাতে (ডাউনলোড)
গিয়ে অনেক সময় অপেক্ষা করতে
হয়। ডাউনলোড শেষ হলে তবেই
কম্পিউটার বন্ধ করতে হয়।
সাধারণত কোনো ফাইল ডাউনলোড শেষ না হওয়া পর্যন্ত কম্পিউটার
বন্ধ করার উপায় থাকে না।
যঁারা নির্দিষ্ট সময় পর
কম্পিউটার বন্ধ করতে চান,
তাঁরা কাজটি সহজেই করতে
পারেন। এ কাজটি করতে চাইলে প্রথমে

কত সময় পর কম্পিউটার বন্ধ
করতে চান সেটি ঠিক করুন।
এবার কাঙ্ক্ষিত সময়টিকে
সেকেন্ডে হিসাব করুন। যেমন ১৫
মিনিট হলে হবে ৯০০ সেকেন্ড। এবারে ডেস্কটপে গিয়ে ডান
ক্লিক করে নিউ থেকে শর্টকাট
খুলুন। এবারে নতুন উইন্ডোতে
টেক্সট বক্সে SHUTDOWN-s-t
900 লিখুন। এবারে নেক্সট ও
ফিনিশে ক্লিক করে বের হয়ে আসুন। এখন ডেস্কটপে শাটডাউন নামে
একটি শর্টকাট ফাইল তৈরি হবে।
ওই শর্টকাটে ক্লিক করলেই ৯০০
সেকেন্ড বা ১৫ মিনিট পর
কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবেই
বন্ধ হয়ে যাবে। আপনি চাইলে শর্টকাট বানানোর সময়
SHUTDOWN-s-t 900 এ s এর
জায়গায় r লিখলেই যে
শর্টকাটটি তৈরি হবে সেটি
দিয়ে কম্পিউটার আবার চালুও
করা যাবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে।