Site icon Trickbd.com

ইয়াহুর ভেতর জিমেইলের ব্যবহার

Unnamed

ইয়াহু মেইলের ভেতরে জিমেইল
অ্যাকাউন্ট ব্যবহার করার সুযোগ করে
দিচ্ছে ইয়াহু কর্তৃপক্ষ। ইয়াহু এক ঘোষণায়
বলেছে, ইয়াহু মেইলের সঙ্গে জিমেইল ও
গুগল অ্যাপ যুক্ত করতে সার্ভার সমর্থন
বাড়ানো হয়েছে। এর ফলে ইয়াহু মেইল
ব্যবহারকারী আরও বাড়বে বলে আশা
করছে ইয়াহু কর্তৃপক্ষ। বর্তমানে ইয়াহু
মেইলের সঙ্গে আউটলুক ডটকম, হটমেইল ও
এওএল মেইল সেবা যুক্ত আছে।
ইয়াহু জানিয়েছে, জিমেইল
ব্যবহারকারীরা ইয়াহু থেকে মেইল
খোঁজা, মেইল আদান-প্রদান ও বিভিন্ন
অ্যাকাউন্টে কন্ট্যাক্ট ব্যবহারের সুযোগ
পাবেন। এ ছাড়াও মেইলের নিরাপত্তা
ব্যবস্থা হিসেবে ইয়াহু অ্যাকাউন্ট কি

ফিচারটি ব্যবহার করতে পারবেন। ইয়াহু
মেইল ব্যবহারের জন্য যখন কোনো
ব্যবহারকারী অ্যাকাউন্ট কিতে সাইন
আপ করবেন, তখন আর তাঁদের ইমেইল
খুলতে পাসওয়ার্ড দিতে হবে না। এর
পরিবর্তে অ্যাকাউন্ট কি সেবাটি থেকে
ব্যবহারকারীর স্মার্টফোনে একটি
বার্তা পাঠানো হবে। বার্তায় লগ ইন
করার জন্য ‘ইয়েস’ বা ‘নো’ অপশন থাকবে।
যদি বাইরের কেউ অ্যাকাউন্ট হ্যাক
করার চেষ্টা করে তবে ইমেইল
ব্যবহারকারী এই বার্তাটিতে ‘নো’
অপশনটি ব্যবহার করতে পারবেন।
মোবাইল ফোনটি যদি হারিয়ে বা চুরি
হয়ে যায়, তবে ব্যবহারকারীর বিকল্প
অ্যাকাউন্ট বা ফোন নম্বরে বার্তা বা
মেইলের মাধ্যমে তাঁর অ্যাকাউন্ট উদ্ধার
করতে পারবেন। প্রচলিত পাসওয়ার্ড
পদ্ধতির চেয়ে অ্যাকাউন্ট কি পদ্ধতি
বেশি নিরাপদ। কারণ, অ্যাকাউন্ট কি যে
ভেরিফিকেশন কোড পাঠাবে সেটি
ছাড়া মেইলে সাইন ইন করা সম্ভব হবে
না।
অ্যান্ড্রয়েড, আইওএস মোবাইল
অ্যাপসের পাশাপাশি এই ফিচারটি
ওয়েবেও সমর্থন করবে।

ভালো লাগলে
আমার
সাইটে
একবার ঘুরে আসবেন