১৫ ডিসেম্বর থেকে বাংলাদেশের বাজারে লুমিয়া ৯৫০ ও লুমিয়া ৯৫০ এক্সএল স্মার্টফোন বিক্রির ঘোষণা দিয়েছে মাইক্রোসফট বাংলাদেশ লিমিটেড। দুটি স্মার্টফোনই চলবে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে প্রতিষ্ঠানটি জানায়, নতুন দুই লুমিয়া হ্যালো বেটা এবং কন্টিনিউয়ামসহ কিছু নতুন বৈশিষ্ট্য রয়েছে। দুটি ডিভাইসেই এইচডি ডিসপ্লে, ২০ মেগাপিক্সেল সেন্সরের নতুন পিওরভিউ ক্যামেরা এবং ট্রিপল ন্যাচারাল এলইডি ফ্ল্যাশ রয়েছে, যা দিয়ে ৪কে ভিডিও করা যায়।
লুমিয়া ৯৫০ ও লুমিয়া ৯৫০ এক্সএল-কে মাইক্রোসফটের সেরা উদ্ভাবন বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
উইন্ডোজ ১০ ওএস চালিত প্রথম লুমিয়া স্মার্টফোন হল লুমিয়া ৯৫০ ও লুমিয়া ৯৫০ এক্সএল। ক্রেতারা এতে অফিস বিল্ট-ইনের মতো প্রয়োজনীয় অ্যাপগুলো ব্যবহার করতে পারবেন। সেই সঙ্গে ওয়ান ড্রাইভ ও ক্লাউড স্টোরেজ থেকে প্রয়োজনীয় যে কোনো কিছু খুঁজে নিতে পারবেন।
সেট দুটিতে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম থাকায় ক্রেতারা এগুলো তাদের পিসি বা পার্সোনাল কম্পিউটারের মতোও ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে তারা এই ফোনসেটের সঙ্গে আলাদা মনিটর যুক্ত করে বড় পর্দায় কাজ করা বা মিডিয়া কনটেন্টে উপভোগ করতে পারবেন। এ ছাড়াও বাড়তি কিবোর্ড ও মাউসও জুড়ে দেওয়া যাবে স্মার্টফোনদুটিতে।
দুটি স্মার্টফোনে আছে ৫৬৪পিপিআই কোয়াডএইচডি অ্যামোলেড ডিসপ্লে। ফোনের ছবি সব উইন্ডোজ ১০ ডিভাইস ও উইন্ডোজ ফটো অ্যাপের মাধ্যমে পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করা যায়। ডিজিটাল পার্সোনাল অ্যাসিসট্যান্ট ‘কর্টানা’-ও থাকবে দুই ডিভাইসে।
বাংলাদেশের বাজারে লুমিয়া ৯৫০ ও লুমিয়া ৯৫০ এক্সএল স্মার্টফোনদুটির দাম হবে যথাক্রমে ৫৬ হাজার ও ৬৪ হাজার টাকা। ১৮ ডিসেম্বর থেকে হ্যান্ডসেটগুলো মাইক্রোসফটের অনুমোদিত ডিলারদের কাছে পাওয়া যাবে।