Site icon Trickbd.com

২৪ ঘণ্টায় মোছা হবে ‘বাজে মন্তব্য’

Unnamed

জার্মানিতে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে
ফেসবুক-টুইটার ও গুগলে ছড়ানো ‘বাজে
মন্তব্য’ মুছে ফেলতে রাজি হয়েছে
তিনটি প্রতিষ্ঠান। জার্মান কর্তৃপক্ষের
চাপের মুখে ও আইনত অবৈধ হিসেবে গণ্য
হওয়ায় ফেসবুক, টুইটার ও গুগল বিতর্কিত
মন্তব্য সরিয়ে ফেলার বিষয়টিতে একমত
হয়েছে। জার্মান কর্তৃপক্ষ সম্প্রতি
সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে
বর্ণবাদী মন্তব্য ছড়ানোর বিষয়ে উদ্বেগ
প্রকাশ করে।

গতকাল মঙ্গলবার জার্মানির বিচার
মন্ত্রণালয় ও তিনটি প্রতিষ্ঠান এক যৌথ
বিবৃতিতে বলেছে, গুগল, ফেসবুক ও টুইটার
ব্যবহারকারী ও বর্ণবাদের বিরুদ্ধে
আন্দোলনকারীদের জন্য কোনো বাজে
মন্তব্যকে পতাকা (ফ্ল্যাগ) প্রদর্শনের
বিষয়টি এখন সহজ হবে। কোনো
কনটেন্টকে পতাকা দেখানো হলে
বিশেষ একটি টিম তা পরীক্ষা করে এক
দিনের মধ্যে সরিয়ে ফেলতে চেষ্টা
করবে।
বিচারমন্ত্রী হেইকো মাস বলেন, মত
প্রকাশের স্বাধীনতায় বাধা দেওয়ার
জন্য এ পদক্ষেপ নেওয়া হয়নি, বরং
অনলাইনে জার্মান আইন মানার বিষয়টি
নিশ্চিত করতে এটি করা হয়েছে।
তথ্যসূত্র: দ্য নেক্সট ওয়েব।

ভালো লাগলে আমার সাইটে একবার ঘুরে আসবেন

Tune4bd.Com