Site icon Trickbd.com

পৌর নির্বাচন নিয়ে হ্যাকাথন

Unnamed


পৌর নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও
ভোটারদের সহায়ক মোবাইল ও ওয়েব অ্যাপ নিয়ে
ঢাকায় শুরু হয়েছে ইলেকশন হ্যাকাথন। ৩০ ডিসেম্বর
অনুষ্ঠিত পৌর নির্বাচনকে সামনে রেখে এই
ইলেকশন হ্যাকাথন আয়োজন করেছে প্রযুক্তিবিষয়ক
পোর্টাল হাইফাই পাবলিক, এশিয়া ফাউন্ডেশন,
ড্যানিডা ও ইউকে এইড সিডা। আজ রোববার
গুলশানের সিক্স সিজন হোটেলে শুরু হয়েছে দুই
দিনের এই আয়োজন।
হ্যাকাথনের উদ্যোক্তারা জানিয়েছেন, ইলেকশন
হ্যাকাথনে অংশ নেওয়া তরুণেরা পৌর নির্বাচনে
ভোটারদের সহায়ক মোবাইল ও ওয়েব অ্যাপ তৈরি
করবেন। এটি একটি প্রতিযোগিতামূলক আয়োজন।
প্রতিযোগিতায় অংশ নেওয়া তরুণেরা
নির্বাচনকেন্দ্রিক মোবাইল ও ওয়েব অ্যাপ তৈরি
করে ল্যাপটপ, স্মার্টফোনসহ আরও আকর্ষণীয় নানা

পুরস্কার জিতে নিতে পারেন।
হাইফাই পাবলিক ডটকমের সম্পাদক কুতুব উদ্দিন
কামাল ইলেকশন হ্যাকাথন প্রসঙ্গে বলেন, নির্বাচন
সম্পর্কে তরুণ ও ভোটারদের সচেতন করতে এই উদ্যোগ
নেওয়া হয়েছে। এ ছাড়া বিনা মূল্যে মোবাইল ও
ওয়েব অ্যাপের সুবিধা সকল ভোটারদের মাঝে
ছড়িয়ে দিতে এ হ্যাকাথনের আয়োজন করা হয়েছে।
একক ও দলীয়ভাবে ১০০ জনের মতো তরুণ শিক্ষার্থী ও
তথ্যপ্রযুক্তি ভিত্তিক প্রতিষ্ঠানের সদস্যরা এ
হ্যাকাথনের অংশগ্রহণ করেছেন।
অনুষ্ঠানে পৃথিবীর অন্যান্য দেশে আয়োজিত
ইলেকশন হ্যাকাথন ও এ ধরনের আয়োজনের
প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেন এশিয়া
ফাউন্ডেশনের ডেপুটি কান্ট্রি রিপ্রেজেনটেটিভ
সারা টেইলর। প্রযুক্তি খাতগুলোতে নারীদের
অংশগ্রহণের গুরুত্ব সম্পর্কেও কথা বলেন তিনি।
হাইফাই পাবলিক ডটকমের প্রধান পরিচালনা
কর্মকর্তা শাহরিয়ার রহমান বলেন, প্রযুক্তি
নিরপেক্ষ নির্বাচনে অবদান রাখতে পারে। এ
লক্ষ্যে এ হ্যাকাথনের আয়োজন করা হয়েছে।
হ্যাকাথনে মেন্টরের দায়িত্বে আছেন হাইফাই
পাবলিক প্রধান কারিগরি কর্মকর্তা শাফকাত
আলম, জি-টেক প্রধান সফটওয়্যার সফটওয়্যার স্থপতি
জাহিদ ইসহাক, সফটওয়ার গ্লোবাল প্রতিষ্ঠাতা এম
এম মুনিরুজাম্মান, জিএন্ডআরের হেড অব সেল
লতিফ চৌধুরী, এশিয়ার ফাউন্ডেশনের সিনিয়র
প্রোগ্রামর অফিসার নুরুল ইসলাম এবং প্রজেক্ট
ম্যানেজার মির জুনায়েদ জামাল প্রমুখ।
সূএ:প্রথম আলো

ভাল লাগলে আমার সাইটে ঘুরে আসবেন
3GTune.Com
ফেসবুকে আমি