অনেক ব্যস্ততার পর আজ দীর্ঘদিন পর ট্রিকবিডিতে পোস্ট করতেছি।
আজ শেয়ার করতে যাচ্ছি GTA Vice City তে পানির উপর দিয়ে হাটার মোড ফাইল।
অাপনাদের অনুপ্রেরণা পেলে নিয়মিত আরো মোড তৈরি করে আপনাদের কাছে শেয়ার করব। 😀
কাজের ধারাঃ
প্রথমে এই ফাইলটি ডাউনলোড করে নিন Walking On Water Mod For VC.rar
[ডাউনলোড করতে Opera Mini বাদে যেকোন ব্রাউজার ব্যবহার করুন]
এবার রার ফাইলটি এক্সট্রাক্ট করুন। দেখুন ভিতরে একটা .cs ফাইল আছে এটাই আসল ফাইল।
এবার আপনার পিসিতে Vice City গেমটি ইনস্টল করুন।
ইনস্টল হয়ে গেলে আপনার পিসির C ড্রাইভে যান >> তারপর Program Files >> তারপর GTA Vice City ফোল্ডারে যান। এবার দেখুন CLEO নামক একটা ফোল্ডার আছে। এই ফোল্ডারের ভিতরেই আপনার ডাউনলোড করা .cs ফাইলটি পেস্ট করুন।
ব্যস এবার গেমটি ওপেন করে দেখুন মজা। আপনি পানিতে লাফিয়ে গিয়ে পড়ুন দেখবেন পানির উপরে দাড়িয়ে আছেন । 😉
পানির উপর হাটা এবং দৌড়ানোর কৌশল একই। অর্থাৎ হাটতে “↑” অথবা “W” এবং দৌড়াতে Shift+↑ বা Shift+W ব্যবহার করুন।
[বিঃদ্রঃ – ভার্শন ভেদে কারো গেমের Program Files এর ভিতরে CLEO ফোল্ডার নাও থাকতে পারে তারা কমেন্টে বলুন, তাদের জন্য আলাদা আরেকটা পোস্ট করবো।] 🙂
কারো যেকোন গেমের যেকোন মোড লাগলে কমেন্ট করতে পারেন। 😀
আজ এপর্যন্তই। দয়া করে কেউ পোস্টটি কপি করবেননা। কপি করলে আমি আর কোন গেমের মোড তৈরি করবনা। 😛
সৌজন্যেঃ – আমার সাইট