পরিধেয় প্রযুক্তিপণ্য হিসেবে বাজারে উপস্থিত হতে যাচ্ছে গুগল গ্লাস-এর পরবর্তী সংস্করণ ‘গুগল গ্লাস ২.০’। অনেকদিন থেকেই প্রযুক্তি জায়ান্ট গুগল-এর পরিধেয় এ গ্লাসটির নতুন সংস্করণ বিষয়ে জোর গুজব শোনা যাচ্ছিল।
প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, ‘ফেডারেল কমিউনিকেশনস কমিশন’(এফসিসি)-এর কাছে গুগল-এর পাঠানো নথি থেকে বিষয়টির সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হয়েছে।
মানুষ দৈনন্দিন কাজে ব্যবহার করবে এমন প্রযুক্তিপণ্য যুক্তরাষ্ট্রে বাজারজাত করার জন্য এফসিসি-এর অনুমোদন প্রয়োজন পড়ে। সম্প্রতি এফসিসি-এর অনুমোদন পাওয়ার জন্য গুগল নিজ পরিধেয় প্রযুক্তি গুগল গ্লাসের নতুন সংস্করণের একটি নথি পাঠিয়েছিল এবং ওই নথিতে নতুন গুগল গ্লাসের একটি ছবিও ছিল বলে জানিয়েছে সিনেট।
‘এফসিসি’-তে গুগল-এর পাঠানো নথিতে নতুন ‘গুগল গ্লাস’-এর নাম ‘মডেল জিজি১’ লেখা হয়েছে বলে জানিয়েছে সিনেট। চলতি বছরে প্রযুক্তিবিষয়ক সাইট ৯টু৫ গুগল এবং মার্কিন ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, নিজেদের পরিধেয় পণ্য গুগল গ্লাস-এর নতুন আরেকটি সংস্করণ আনতে যাচ্ছে গুগল। এ ছাড়াও জানানো হয়েছিল, নতুন সংস্করণটিতে ইনটেল অ্যাটম প্রসেসর থাকবে।
প্রথম গুগল গ্লাস-এর যাত্রা খুব একটা ভালো হয়নি বলেই মন্তব্য করেছে সিনেট। ২০১২ সালে গ্লাসটি প্রথমে ডেভেলপারদের কাছে বিক্রি করা শুরু করেছিল গুগল এবং পরবর্তীতে ২০১৩ সালে সাধারণের জন্যও ছাড়া হয়েছিল পরিধেয় ওই গ্লাসটি।