Site icon Trickbd.com

এ বছরেই বাংলাদেশে 4G চালু : তারানা হালিম

Unnamed

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী
অ্যাড. তারানা হালিম বলেছেন, ইন্টারনেট সেবা
সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে
দিতে ব্যান্ডউইথের মূল্য সহজলভ্য করাসহ এ
বছরেই ফোর জি চালু করা হবে।


শনিবার দুপুরে টাঙ্গাইলের দেলদুয়ার
উপজেলার নাল্লাপাড়া বেলায়েত হোসেন
বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া
প্রতিযোগিতা অনুষ্ঠানে যোগদানের আগে
সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, সরকার রাষ্ট্রের নিরাপত্তার জন্য
যে কোনো সময় সব ধরনের
সতর্কতামূলক ব্যবস্থা নিতে পারে। নিরাপত্তার
স্বার্থেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে
অল্প সময়ের জন্য সামাজিক যোগাযোগ
মাধ্যমগুলো বন্ধ করা হয়েছিল এবং জনগণ তা
মেনে নিয়েছিল। বিশ্বের বিভিন্ন দেশ
নিরাপত্তার স্বার্থে বিভিন্ন সময় তাদের
দেশের পুরো ইন্টারনেট ব্যবস্থাই বন্ধ
করে দিয়েছিল দীর্ঘ সময়ের জন্য।