Site icon Trickbd.com

রেফ্রিজারেটরে ক্যামেরা!

Unnamed

স্যামসাং এমন স্মার্ট রেফ্রিজারেটর
আনছে, যার ভেতরে থাকবে
ক্যামেরা, ২১ দশমিক ৫ ইঞ্চি মাপের
হাই ডেফিনেশন (এইচডি) এলসিডি
স্ক্রিন ও ইন্টারনেট ব্যবহারের সুবিধা।

রেফ্রিজারেটরের ভেতর কী আছে না
আছে ক্যামেরায় দেখে তা এ
রেফ্রিজারেটরে থাকা অ্যাপ ব্যবহার
করে অনলাইনে পণ্য ফরমায়েশ দেওয়া
যাবে।

এই রেফ্রিজারেটরের নাম ফ্যামিলি
হাব। এই অ্যাপটি তৈরি করতে

মাস্টারকার্ডের সহযোগিতা
নিয়েছে স্যামসাং। ফলে অনলাইনে
ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করে
অর্থ পরিশোধ করে ফ্রিজ দিয়েই কেনা
কাটা করা যাবে।

যুক্তরাষ্ট্রের বাজারে মে মাস থেকে
এ রেফ্রিজারেটর পাওয়া যাবে।
শুরুতে নিউ ইয়র্ক শহরের ফ্রেশ ডিরেক্ট ও
শপরাইট নামের দোকান থেকে এ
রেফ্রিজারেটর দিয়ে পণ্য কেনা
যাবে।

এই রেফ্রিজারেটরের স্ক্রিনে
শুধু পণ্য কেনা কাটা নয়, ছবি প্রদর্শন,
ক্যালেন্ডার ও নোট রাখা যাবে।

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শুরু হওয়া
কনজুমার ইলেকট্রনিক শোতে (সিইএস) এ

রেফ্রিজারেটর দেখাচ্ছে স্যামসাং।
এর দাম এখনো জানানো হয়নি।

🙂
ফেসবুকে আমি